RE: জীবনটা আসলে কী?

      জীবনটা আসলে কী?

      Zaman Train Asked on August 15, 2024 in অনুসরণ.
      Add Comment
      2 Answers

        ১. যত বেশী তুমি মূল্যবান হবে, মাথায় রেখো তত বেশী তুমি সমালোচনার পাত্র হবে- নেলসন ম্যান্ডেলা

        ২. জীবন এক দীর্ঘ যাত্রাপথ সেটা মাথায় রেখে এগিয়ে যাও।

        ৩. তোমার লক্ষ এবং উদ্দেশ্য ঠিক থাকলে একদিন তুমি সঠিক পথের সন্ধান পাবেই।

        ৪. যতদিন শিক্ষার উদ্দেশ্য শুধু চাকুরি পাওয়া হবে, ততদিন সমাজে শুধু চাকরই জন্মাবে, মালিক নয়।

        ৫. ভূল তখই ক্ষমাযোগ্য যখন কেউ সেটাকে সত্য বলে স্বীকার করে নেয়- ব্রুস লি।

        ৬. ভাগ্য বলে কিছু নেই, যা আছে তা হলো প্রতিটি মানুষের কর্মের ফল, যা প্রতিটি মানুষের চেষ্ঠা ও যত্নের বিনিময়ে গড়ে উঠে।

        ৭. জীবনে যত আঘাত পাবে তত কাছের মানুষগুলোকে চিনতে পারবে। তখন বুঝতে পারবে আসলে কে তোমার কতটা আপন।

        ৮. ক্ষুধার্ত পেট ও ফাঁকা পকেট তোমাকে পুরো পৃথিবীটাকে চিনিয়ে দিবে।

        ৯. মায়ের সাথে কখনও উচ্চ স্বরে কথা বলো না, কারন এই মা-ই তোমাকে কথা বলা শিখিয়েছেন।

        ১০. লবন এবং চিনি দেখতে একই রকম পার্থক্য শুধু স্বাদে, তেমনি মানুষ এবং অমানুষ দেখতে একই রকম পার্থক্য শুধু আচরনে।

        ১১. জীবনে ৬ টি নীতি সবসময় মেনে চলো

        – প্রার্থনা করার আগে পরিপূর্ন বিশ্বাস করো।

        – কথা বলার আগে মন দিয়ে ভাল করে শোনো।

        – খরচ করার আগে উপার্জন করো।

        – কিছু লেখার আগে হাজার বার চিন্তা করো।

        – হাল ছাড়ার আগে চেষ্টা করো।

        – মরার আগে বাচঁতে শেখা।

        – যথা সম্ভব কম কথা বলো এবং অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকো।

        সংগৃহীত

        Professor Answered on August 15, 2024.
        Add Comment

        Your Answer

        By posting your answer, you agree to the privacy policy and terms of service.