আপনাদের মন খারাপ থাকলে আপনারা কী করেন?

    আপনাদের মন খারাপ থাকলে আপনারা কী করেন?

    Train Asked on May 24, 2024 in অনুসরণ.
    Add Comment
    1 Answer(s)
      • প্রচুর কবিতা চর্চা করি, লিখি।(প্রতিদিন সকালে ওঠে যেকোনো একজন লেখকের সবগুলো কবিতা পরে ফেলি)😍
      • ছাদে গিয়ে নিজের সাথে নিজে কথা বলি। (আম্মু একদিন দেখে ফেলছিল, তারপর থেকে আমাকে পাগল বলে)😣
      • মানিব্যাগ নিয়ে রাস্তায় বের হয়ে যাই। ফকির, পথশিশুদের নিয়ে রেস্টুরেন্টে যাই। (তবে বেশিরভাগ রেস্টুরেন্টে ওদের নিয়ে ডুকতে দেয় না, এজন্য আমার ভীষণ খারাপ লাগে) 😰
      • যেকোনো একজন অপরিচিত মানুষের সাথে পরিচিত হই।(আমি মেসেজ দেয়ার পর যেকোনো অপরিচিত মানুষ সাথে সাথে রিপ্লে দেয়, যা আমার খুব ভাল্লাগে।😊😊
      • মনে যা আসে সেটা নিয়ে একটা অণুগল্প লিখে ফেলি। (সব আমার লাইফে ঘটে যাওয়া বাস্ত কাহিনি নিয়ে লিখি, মাঝে মাঝে কাল্পনিক ফানি কিছু এড করে দিই😀
      • কোরাতে আমার লেখাগুলো পড়ি আর অবাক হয়ে যাই😀
      • অপরিচিত কাউকে বই গিফট করি। (তবে আমাকে কেউ বই গিফট করলে আমার অনেক মন খারাপ হয়😭
      • ইউটিউবে আমার মেন্টরদের ভিডিও দেখি। উনাদের ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারি🥰
      • যেকোনো একটা টপিকের উপর রিসার্চ শুরু করি। (আজকে সকালে অকারণে মন খারাপ ছিল, তখন শিশু সাহিত্যিক যোগীন্দ্রনাথ সরকারকে নিয়ে রিসার্চ করেছি আর মন ভাল হয়ে গেছে।
      • আমার পছন্দের যেকোনো বই পড়া শুরু করি আর সাথে সাথে মন ভাল হয়ে যায়।( আমার প্রত্যেক টা বই একেকটা বন্ধু)🥰

      মন ভাল করার উপকরণে আমার চারপাশ ভর্তি। তবু কেন যানি মাঝে মাঝে অকারণে মন খারাপ হয়ে যায়। তবে সেটা খুব স্বল্প সময়ের জন্য হয়।

      Happy Learning😘

      ধন্যবাদ।

      Professor Answered on May 24, 2024.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.