RE: অ্যালার্জিক কাশি থেকে মুক্তি পাওয়ার উপায় কি? দুই মাস ধরে ভুগছি।

      আমি গত দুই মাস ধরে কাশিতে ভুগছি। প্রথম দিকে এমব্রক্স সিরাপ খেয়েছিলাম, ভালো হয়নি বিধায় ডাক্তারের পরামর্শ মতে পেনারগান সিরাপ তিনটি, ডক্সিক্যাপ, এরোক্যাষ্ট ট্যাবলেট দশদিনের জন্য খেয়েছিলাম, পরবর্তীতে সাগা ও রুপাট্রল ৫ দিনের জন্য খেয়ে ছিলাম তারপরেও ভালো হয়নি বিধায় ডাক্তারের পরামর্শ মতে বুকের এক্সরে ও কফ পরীক্ষা করালাম দুটোতেই কোন সমস্যা ছিলনা। ফলে ডাক্তারের পরামর্শে সেফিক্সিম এন্টিবায়েটিক ১০ দিনের জন্য খেয়েছিলাম। উল্লেখ্য উপরোক্ত ঔষধ গুলো খাওয়ার সময় আমার কাশি নিয়ন্ত্রনে ছিল । কিন্তু ঔষধ শেষ হওয়ার পরদিন থেকে কাশি আমার আগের অবস্থায় চলে যায়। এখন Ventolin evohaler ব্যাবহার করছি। এটি ব্যবহার করার পরের ৫-৬ঘন্টা কাশি নিয়ন্ত্রনে থাকে এসময়টাতে এক দু বার কাশি হয়। আমার এ কাশি কি এলার্জিক কাশি? এই কাশি থেকে পরিত্রাণ পাওয়া কি সম্ভব? আমি এখন কি করতে পারি? আমি কি পুরোপরি সুস্থ হয়ে উঠবোনা?

      Add Comment
      1 Answers

        দুই মাস মানে অনেক দিন। ডাক্তার এর পরামর্শ নিন।

        Professor Answered on February 26, 2015.
        Add Comment

        Your Answer

        By posting your answer, you agree to the privacy policy and terms of service.