RE: আইনত জমির মালিক কে?
আমার মা একটা জমি কিনেছিল। যে জমি বিক্রি করেছে তার সিনও আছে। জমিটা এখন আমরাই ব্যবহার করছি। কিন্তু জমি বিক্রির আগে বিক্রয়দাতা জমিটি তার ১০ বছর বয়সী দুই ছেলের নামে লিখে দিয়েছিল। এখন তাদের বয়স ৩৩ বছর হয়েছে। তারা এখন দাবি করছে যে জমিটা তারা পাবে। আমি জানতে চাই আইনত এই জমিটির মালিক আসলে কে বা কারা?
Add Comment
আইনত জমির মালিক আপনার মা বা আপনারা যদি না আপনাদের কাছে লিখিত কোনো ডক্যুমেন্ট থাকে। এ নিয়ে যেকোনো ধরনের বিবাদে আপনারা আপনাদের কাগজপত্রসহ আইনের সহযোগিতা নিতে পারেন।