RE: আজ আপনাকে কী খুব বিস্মিত করেছে?
আজ আপনাকে কী খুব বিস্মিত করেছে?
আজকে আপনাদের কে দুইটা ছবি দেখাবো দুইটা ছবি থেকে আমরা কি বুঝতে পারি দেখি। এই ছবি দুইটো কিছুটা হলে বিস্মিতা করেছে।
১ম ছবিটা
কারও জীবনের রাস্তা শেষ কারও জীবনের রাস্তা নতুন করে শুরু হচ্ছে অনেকক্ষন এই ছবিটা দেখে অবাক হয়ে দেখেছিলাম আশ্চর্য ভাবে এমন একটা প্রশ্ন ও চোখের সামনে চলে আসলো।
এক বিকালেে আমাদের জীবন শুরু হবে সে বিকেলে আরেক জনে শেষ সিমান্ত চলে আসবে।আমরা কি প্রস্তুত এই সব দিনের জন্য। একদিন আমাদের জীবন শেষ হয়ে যাবে আমরা কি মৃত্যুর জন্য প্রস্তুত প্রতিটা মানুষের মৃত্যুর জন্য রেডি হতে হবে।
ছবিঃ ফেইসবুক থেকে সংগ্রহ করা।
২য় ছবিঃ
জীবন অনেক ছোট কোথায় থেকে শুরু হলো আজকে কোথায় এসে দাঁড়ালো আমাদের হায়াত চলে যাচ্ছে এই মুসলিম ভাই-বোন রা আমরা কি জীবনে এই সুযোগ গুলো আবার পাবো কালকে কালকে করবো করবো করতে করতে আজকে আমরা অনেক দূরে এসে পৌঁছে গেছি একদিন হয়তো ১ম ছবিটার মতো আমাদের শেষ বিকাল টাও চলে আসবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক আমিন। আসুন আমরা আমাদের হায়াত শেষ হয়ে যাবার আগে প্রতিদিন নামাজ আদায় করা শুরু করে দি। একদিন সবাইকে চলে যেতে হবে আমাদের অনেক পরিচিত মানুষ কবরে শুয়ে আছে।
সূরা আসরে শেষ আয়াতঃ
ইল্লাল্লাযীনা আ-মানূ ওয়া ‘আমিলুছ্ ছোয়া -লিহা-তি অতাওয়া- ছোয়াও বিল্ হাককি অ তাওয়া-ছোয়াওবিছ্ ছোয়াব্র্।
তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে, সৎকাজ করেছে, পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে।
আসুন আমরা পরস্পরকে সত্যর উপদেশ দি।
ধন্যবাদ ভালো থাকুন সবাইকে সঠিক ভাবে বোঝার তৌফিক দেক আমিন।