RE: আপনার জীবনের উদ্দেশ্য কী?
ধন্যবাদ এতো সুন্দর প্রশ্নের জন্য।
একটা সময় জীবনে যে কোন উদ্দেশ্য থাকে, সেটাই বুঝতাম না। তখন ভাবতাম এই তো বেশ আছি। পরে বাবা আমাকে বোঝাল, আমাকে কিছু একটা করতে হবে।
তখন ঠিক করলাম আমি অঙ্গনারীর দিদি মনি হব।সেটা ভেবেই বেশ খুশি ছিলাম। পরে আমার স্বামী আমাকে আরো স্বপ্ন দেখাতে লাগল, বি সি এস অফিসার হতে হবে, এটা হতে হবে, সেটা হতে হবে। তাঁর পরামর্শ মতো ভর্তি হলাম কোলকাতায় নাম করা একটি প্রতিষ্ঠানে।তখন ও পর্য্যন্ত আমি জানি না, আমি কি চাই।
সে এক বিশ্রী অবস্থা আমার, আমার পড়ার বই, মানে পাঠ্য বই পড়তে ভালো লাগত না।আমি হাঁপিয়ে উঠেছিলাম, সেটা আমার স্বামী বুঝতে পারছিল, তখন ও আমাদের বিয়ে হয় নি। কিন্তু ও আমার মনের কথা খুব ভালো বোঝে ।যাইহোক, পরে আমার স্বামী আমাকে একটা ডাইরি এবং পেন হাতে ধরিয়ে দিল, বলল ,এখানে যা পারো তাই লেখো।
আমি যেহেতু বাংলা নিয়ে পড়াশোনা করেছি, তাই একটু গল্পের প্রতি ঝোঁক ছিল, তারপর প্রথমে আবোল তাবোল, এটা সেটা লিখতাম।কিন্তু খাতা পেন আর ছাড়ি নি।এভাবেই বছর খানিক কাঁটার পর আমি ছোট গল্প লিখিতে শুরু করলাম।আমার বর্তমানে ইচ্ছা অনেক কিছু করার, তার মধ্যে অন্যতম হলো-
1.আমি লেখা টা কে নিয়ে এগিয়ে যেতে চাই।
2.আমি মানুষ কে মোটিভেট করতে চাই। আমি মানুষের মনের অন্ধকার দূর করতে সাহায্য করবো।
3.আমি প্রচুর বই পড়তে চাই।আমার ইচ্ছা, আমি মরার আগের দিন পর্যন্ত বই, খাতা, কলম হাতে রাখব।
4.আমি অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই ।অনেক মানুষের সেবা করতে চাই।
5.আমি জীবনে প্রচুর অর্থ উপার্জন করব,এবং সেই অর্থের বেশি ভাগ ই পিছিয়ে পড়া ছেলে মেয়েদের পড়াশোনা র কাজে লাগাব।
6.আমি গ্রামের পিছিয়ে পড়া ,অত্যাচারিত মেয়েদের পাশে দাঁড়াতে চাই। তাঁদের নতুন করে বাঁচার স্বপ্ন দেখাতে চাই।
7.আমি একটি অনাথ আশ্রম তৈরি করতে চাই। আমি মা হারা শিশুদের মা হয়ে উঠতে চাই।
8.আমি নিজের এমন একটা পরিচয় তৈরি করতে চাই, যেটা দেখে আমার বাবা মা আমাকে নিয়ে অনন্ত একটা দিন গর্ভ বোধ করতে পারবে।
আমার জীবনে এমন পঁচিশ টা উদ্দেশ্য আছে। এগুলো আমি প্রতিদিন সকালে উঠে এবং রাতে শোয়ার আগে পড়ে ঘুমায়। আমি নিজের প্রতি সম্পন্ন আস্তা রাখি। আমি বিশ্বাস করি আমি সব কাজ গুলো সুসম্পন্ন করতে পারবো।
ধন্যবাদ