RE: আপনার জীবন বদলে দেওয়া কিছু দার্শনিক উক্তি কোনগুলি?

      আপনার জীবন বদলে দেওয়া কিছু দার্শনিক উক্তি কোনগুলি?

      Zontu Train Asked on December 23, 2024 in অনুসরণ.
      Add Comment
      1 Answers

        চলুন তাহলে দেখে নেওয়া যাক সাফল্য নিয়ে বিখ্যাত মনীষীদের সেরা ২০টি উপদেশ বাণী।

        ১. যদি সুখী হতে চাও , তবে এমন একটি লক্ষ্য ঠিক করো ,যা তোমার বুদ্ধি ও শক্তি কে জাগ্রত করে। এবং তোমার মধ্যে আসা আশা আর অনুপ্রেরণা সৃষ্টি করে।
        –এন্ড্রু কার্নেগি

        ২. দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে। কিন্তু আনন্দ পুরো উপভোগ করতে চাইলে , অবশ্যই তোমাকে আনন্দ কারো সাথে ভাগ করে নিতে হবে।
        –মার্ক টোয়েন

        ৩. কাউকে সারা জীবন কাছে পেতে চাও? তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনদিন হারায় না।
        — উইলিয়াম শেক্সপিয়র

        ৪. পৃথিবীর সুন্দরতম জিনিস গুলো হাতে ছোঁয়া যায় না, চোখে দেখা যায় না, সেগুলো একমাত্র হৃদয় দিয়ে অনুভব করতে হয় -ভালোবাসা, দয়া, আন্তরিকতা।
        — হেলেন কেলার

        ৫. আপনার জন্য যা নির্ধারণ করা হয়েছে, তা যদি দুই পর্বতের নিচেও থাকে,তবুও তা আপনার কাছে পৌঁছে যাবে। আপনার জন্য যা নির্ধারণ করা হয়নি,তা যদি দুই ঠোঁটের মাঝেও থাকে, তবুও তা আপনার কাছে পৌঁছবে না!
        — ইমাম গাজ্জালী (রহঃ)

        ৬. পৃথিবীতে কোনো মেয়েই ছয়টা গাড়ীর মালিক ছেড়ে সিক্স প্যাক ওয়ালা ছেলেদের সাথে যাবে না, তাই জিমে যাওয়া বন্ধ করে কাজে যাও।
        — রবার্ট মুগাবে

        ৭. যে ধৈর্য ধরতে জানে, তার জন্য আনন্দঘন প্রশান্তি অপেক্ষা করে।
        —জন লিলি

        ৮. যার কথার থেকে কাজের পরিমাণ বেশি, সাফল্য তার কাছে এসে ধরা দেয়। কারণ- যে নদী যত গভীর, তার বয়ে যাওয়ার শব্দ তত কম।
        –ডেল কার্নেগী

        ৯. জীবনকে যদি তুমি ভালোবাস তা হলে সময়ের অপচয় কোরো না। কেননা জীবনটা সময়ের সমষ্টি দ্বারা সৃষ্টি।
        -ফ্রাম্কলিন

        ১০. এই পৃথিবীতে প্রায় সবাই, তার থেকে বিপরীত স্বভাবের মানুষের সাথে প্রেমে পড়ে।
        – হুমায়ূন আহমেদ

        ১১. সব কিছুকেই একটি নির্দিষ্ট সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যায়, কিন্তু কষ্টকে কোন নির্দিষ্ট সঙ্গায় ফেলা যায় না।
        কারন কষ্ট এমন এক জিনিস যা ব্যক্তি থেকে ব্যক্তি ভিন্ন হয়।
        – রোদোয়ান মাসুদ

        ১২. তোমার বন্ধু হচ্ছে সে, যে তোমার সব খারাপ দিক জানে তবুও তোমাকে পছন্দ করে ।
        — আলবার্ট হুবার্ড

        ১৩. প্রত্যেক নতুন জিনিসকেই উৎকৃষ্ট মনে হয়। কিন্তু, বন্ধুত্ব যতই পুরাতন হয়,ততই উৎকৃষ্ট ও দৃঢ় হয়।
        — এরিস্টটল

        ১৪. জীবনের সবচেয়ে বড় জয় হলো এমনকিছু করে দেখানো, যা সবাই ভেবেছিল তুমি কখনোই করতে পারবে না।
        — এ পি যে আব্দুল কালাম

        ১৫. যে তোমার কাছে পরনিন্দা করে,নিশ্চয় জেনো সে অপরের কাছে তোমার নিন্দাও করে।
        -হযরত আলী (রাঃ)

        ১৬. জীবনে সফল হতে চাইলে দু’টি জিনিস প্রয়োজন: জেদ আর আত্মবিশ্বাস।
        – মার্ক টোয়েন

        ১৭. ব্যর্থতার ছাই থেকে সাফল্যের প্রাসাদ গড়ো। হতাশা আর ব্যর্থতা হলো সাফল্যের প্রাসাদের দুই মূল ভিত্তি।
        – ডেল কার্নেগী

        ১৮. দুই শত্রুর মধ্যে এমনভাবে কথাবার্তা বল,তারা পরষ্পরে মিলে গেলেও যেন তোমাকে লজ্জিত হতে না হয়।
        — শেখ সাদী

        ১৯. অন্যের সাফল্যের বদলে, অন্যের ভুল থেকে শেখার চেষ্টা করো। বেশিরভাগ মানুষ মোটামুটি একই রকম কারণে ব্যর্থ হয়। অন্যদিকে সফল হওয়ার অনেক কারণ থাকতে পারে।
        – জ্যাক মা

        ২০. সাফল্যের জন্য তোমাকে ৩টি মূল্য দিতে হবে: ভালোবাসা, কঠোর পরিশ্রম, আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরও কাজ করে যাওয়া।
        – ফ্র্যাঙ্ক লয়েড

        Professor Answered on December 23, 2024.
        Add Comment

        Your Answer

        By posting your answer, you agree to the privacy policy and terms of service.