RE: আপনি আজকে আমাকে কী শেখাবেন?
আপনি আজকে আমাকে কী শেখাবেন?
ফেসবুকে একটা পোস্ট সাম্প্রতিক সময়ে দেখেছি,যেখানে ৩০ বছরের বেশি বয়স্ক মানুষের উদ্দেশ্যে বলা হয়েছিলো এমন কিছু বলতে যেগুলো ৩০ বছর বয়সের আগে জানতে পারলে ভালো হতো।
সেখানের অনেকগুলো কমেন্ট হৃদয় ছুঁয়ে গেছে। সেগুলোর মধ্যে একটা কমেন্ট হুবহু কপি করলাম
১। যথেষ্ট টাকা উপার্জন করুন, সৎ উপায়ে। দ্রুত অবসরে যাবার জন্য একটা বয়স ঠিক করে যত টাকা থাকা দরকার মনে করেন, সেটা কামাই করা শুরু করুন।
২। বন্ধু বাছাইয়ে সতর্ক হোন। বেশী মানুষের সাথে বন্ধুত্ব করবেন না বা তাদের বন্ধু ভাববেন না।
৩। কর্মক্ষেত্রকে ৯টা -৫টার বেশী সময় দেবেন না, কর্মক্ষেত্রে কাউকে বন্ধু ভাববেন না।
৪। রাত ৩টায় অসুস্থ হলে যে মানুষগুলো আপনাকে হাসপাতালে নেবে, দেখা শোনা করবে, তাদের সাথে সম্পর্কগুলোকে যত্ন করুন।
৫। একটা পোষা প্রাণী জীবনে মাস্ট। জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গি পাল্টে দেবে।
৬। ফেইসবুক একাউন্ট ডিএক্টিভেট করে ফেলুন। (আমি পারি নাই, তাই আপনি পারবেন না, এমন তো না। আপনি ৩০ এর নিচে, এখনই আপনার পক্ষে সব করা সম্ভব)
ভালো লাগলে আপভোট দিতে ভুলবেন না
হ্যাপি রিডিং