RE: আপনি আপনার জীবনে কোন 10টি জিনিস করা বন্ধ করেছেন?
আপনি আপনার জীবনে কোন 10টি জিনিস করা বন্ধ করেছেন?
Add Comment
অনেক কাজ ই বন্ধ করে দিয়েছি ।১০ টা অতিক্রম করে যাবে। যাইহোক ——
১. অযথা কথা বলা বন্ধ করে দিয়েছি।
২.নিজের গোপন কথা শেয়ার করা পুরোপুরি বন্ধ করে দিয়েছি। এগুলো ই অনেক সময় কাল হয়ে দাঁড়ায়।
৩.বন্ধুবান্ধবের সঙ্গ আগে কম যোগাযোগ ছিলো এখন পুরোপুরি বন্ধ করে দিয়েছি।
৪. অপাত্রে সহানুভূতিশীল হওয়া বন্ধ করে দিয়েছি।
৫.ফেসবুকে সময় দেওয়া কমিয়ে দিয়েছি। মাঝে মাঝে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেই।
৬.রাত জাগা বন্ধ করে দিয়েছি।
৭.প্রচুর আড্ডা দিতাম,বন্ধ করে দিয়েছি।
৮.আত্নীয়দের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছি।
৯.অতিরিক্ত রাগ দেখানো বন্ধ করে দিয়েছি।
১০. বিবাহের চিন্তা ভাবনা বন্ধ করে দিয়েছি
ধন্যবাদ।