RE: আপনি নিজের সম্পর্কে ৫টি খারাপ জিনিস লিখতে পারবেন কি?
আপনি নিজের সম্পর্কে ৫টি খারাপ জিনিস লিখতে পারবেন কি?
Add Comment
নাজমুল খান উত্তরের জন্য অনুরোধ করেছেন।
শুধু পাঁচটি? আমি অনেক খারাপ জিনিস লিখতে পারব।
কিন্তু আপাতত এই কয়েকটি জিনিস লিখছি —
- খুব গম্ভীর মুহূর্তে হো-হো-হা-হা মানে ঠিক সেই মহিষাসুরের মতো হেসে উঠি। একবার স্কুলে প্রিন্সিপালের সামনে হাসতে হাসতে পড়েই গিয়েছিলাম।
- অত্যন্ত অলস প্রকৃতির মানুষ। কাজ যত কম করতে হয় ততই ভালো আর কি!
- ঝগড়া করতে একবারে সিদ্ধহস্ত। ঝগড়া শেষ হওয়ার পরে মনে হয়, “ইশ, এই কথাটা কেন বললাম না!”
- হাজার গন্ডা দুল-চুড়ি-হার থাকলেও দুল-চুড়ি-হারের দোকানের সামনে তীর্থের কাকের মতো দাঁড়িয়ে থাকি। আর প্রত্যেকবার এইসব কেনার পর প্রতিজ্ঞা করি যে এই শেষ, আর কিনবো না। কিন্তু সেই প্রতিজ্ঞা আর পালন করা হয় না। বেড়াতে গেলে সবার আগে আমি দুলের ব্যাগটাই আগে গুছিয়ে ফেলি।
- সবশেষে, খুব সহজে কাউকে বিশ্বাস করতে পারি না, এবং বন্ধু বানাতে পারি না। তাই অনেকেই অহংকারী ভাবেন। চুপচাপ থেকে মানিয়ে নিতে পারি না। আর বিরক্তি প্রকাশ করে ফেলি।
সতর্কীকরণ: উক্ত স্টান্টগুলি কেউ যেন বাড়িতে চেষ্টা করবেন না। নইলে আমার মতো বকুনি খেতে হবে। 🙂
এই দোষগুলো যেন কারুর না থাকে, মন থেকে সেই কামনাই করছি। 🙂
চিত্রগুলি গুগল থেকে সংগৃহীত।