RE: আপনি বড় হওয়ার সাথে সাথে কী কী লক্ষ্য করেছেন?
আপনি বড় হওয়ার সাথে সাথে কী কী লক্ষ্য করেছেন?
Add Comment
- নিজের লড়াই নিজেকে লড়তে হবে। নিজের লড়াইয়ে কেউ পাশে থাকে না।আপন জন ততক্ষণই পাশে থাকে বা থাকবে যতক্ষণ আমি/আপনি জিতবো। জিততে হলে লড়তে হবে। জিতার জন্য লড়াই করা ছাড়া কোন উপায় নেই।
- কাউকে বেশি সম্মান করা উচিত না। বেশি সম্মান দেখাতে গেলে পরবর্তীতে নিজের ওপর চলে আসে দুঃখ হয়ে।
- কোন প্রাণীকে এতো মহব্বত করা উচিত না যে প্রাণী আপনার থেকে দূরে গেলে আপনি ভেঙে পড়েন পুরো পুরিই। আমি পুরোই ক্লান্ত আমার প্রিয় কবুতরের জন্য। কে জানে এতো ভালোবাসা, কি করে জন্ম নিয়ে নিবে কল্পনা ও করতে পারি নাই। আমি পশু পাখির মধ্যে ১.কবুতর ২.কুকুর ১. কবুতর এটা আমাকে অনেক কষ্ট দিয়েছে তা এখনো ভুলতে পারতেছিনা। মহামারি আমি বাস্তবে দেখি নাই তবে এই বছর আমার কবুতরের ওপর পুরোই মহামারি চলে গেছে।এইখান আমার বাহির হতে আমার অনেক সময় লেগে গেছে। আসলে ভালোবাসা এমনই হয়।মানুষ আর প্রাণির মধ্যে।অনেক চেষ্টা করেছি বাট বাঁচাতে সক্ষম হয়নি।
- অনেক প্রিয় জিনিস চলে যায় তাদের জন্য সময় নষ্ট করা ভালো না, এটি জীবন থেকে অনেক সময় নষ্ট করে নিবে। প্রিয় জিনিস কে যত তাড়াতাড়ি ভুলা যায় ততই ভালো।
- এমন নৌকায় পা দেওয়া উচিত না যে নৌকা আপনার গন্তব্য পৌঁছাতে দিতে পারে না।
- নিজেকে পরিবর্তন কর করা উচিত। ২৫-৩২ বছর বয়স পযন্ত এমন একজন লিডারকে ফলো করা উচিত। আপনি যাকে ফলো করবেন তাহার ভুল গুলোকে ভালো মতো ফলো করা যেন আপনি এই ভুল থেকে শিখতে পারেন, নিজে এই ভুল যেন না করেন।নিজের Passion কে ফলো করা উচিত।একটাই passion একটা-ই গোল একটাই সাকসেস আর কিছু না।
- মানুষ ভুল থেকেই শিক্ষা নিয়ে থাকে। আপনি ও আপনার ভুল থেকে শিক্ষা নিন।
- কাউকে অন্ধভাবে বিশ্বাস না করা,এটা মারাত্মক ভুল। কোন কিছু বিশ্বাস করার আগে সেটা নিজেই ভাবুন, পরীক্ষা করে দেখুন।
- সফল হওয়ার জন্য একটাই আঘাত যথেষ্ট। এই আঘাত কে কাজে লাগানোর চেষ্টা করা।এই আঘাতই আপনার সফলতার চাবিকাঠি। সফল হওয়ার জন্য যা যা করা প্রয়োজন তা তা করা।
- তর্ক করা উচিত না।সেটা যেখানে হবে হোক, কোরায় হোক বা কোন সোশ্যাল মিডিয়ায় বা বন্ধুদের মাঝে বা বড় জনদের সাথে তর্ক থেকে দূরে থাকায় ভালো। পারলে যুক্তি দিয়ে বুঝান।
- তেল জাতীয় খাবার থেকে বিরতি থাকাই ভালো, মিষ্টি জাতীয় খাবার থেকে দূরে থাকা আরো ও ভালো।
- যদি পারেন বই পড়ুন। প্রতিদিন ১ ঘন্টা নূন্যতম। যত বই পড়বেন ততই আপনার জন্য ভালো হবে, হয়তো এই বই পড়া আপনার কাজে দিবে কোন একদিন।
- যদি পারেন সাহায্যের হাত বাড়ান, সাহায্য করলে কেউ ছোট হয় না।
- আপনার মূল্যবান সময় কোন সোশ্যাল মিডিয়ায়তে বেশিক্ষণ ব্যায় করবেন না শুধু সোশ্যাল মিডিয়ায় না কোরাতেও ব্যায় করা উচিত না।একটা নিদিষ্ট সময় মতো সোশাল মিডিয়া সময় ব্যায় করা ভালো লাইক ৩০ মিনিট।
- টাকা আয় করুন যত পারেন তত, টাকা ছাড়া এই পৃথিবীতে আপনাকে কেউ পাত্তা দিবে না, টাকা আয় করার পাশাপাশি কিছু টেকনিক্যাল স্কিল শিখুন।
- ব্যায়ম করা শরীরের জন্য উপকারী। নিয়মিত ব্যায়াম করা।
- ভালো থাকুন সুস্থ থাকুন। যদি কোন পয়েন্ট আপনার ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না।