RE: আমাকে নিজেকে আসতে আসতে মেরে ফেলার কিছু উপায় বলেন?
আমাকে নিজেকে আসতে আসতে মেরে ফেলার কিছু উপায় বলেন?
Add Comment
জীবন অনেক সুন্দর যদি নিজের মত করে সাজাও। নিজেকে ভালোবাসো। সৃষ্টিকর্তা তোমাকে সৃষ্টি করার সাথে সাথে পৃথিবীতে থাকার একটা নির্দিষ্ট সময় দিয়েছে যা ফুরিয়ে গেলে এমনিই শেষ হয়ে যাবে। তবে প্রত্যেক বান্দাকে সৃষ্টিকর্তা কিছু কর্তব্য ও দায়িত্ব দিয়েছেন যা পালন করা আবশ্যক এবং সেগুলো কমপ্লিট না করে মরে যাওয়া কাপুরুষের কাজ। মানে তুমি সে দায়িত্ব পালন না করে চলে যেতে চাচ্ছো মানে চোরের মত পালিয়ে যেতে চাচ্ছো। যেটা খুবই অপমানজনক। নিশ্চয়ই তুমি চোর নও।
সুতরাং জীবনকে উপভোগ করো। তুমি যেমন অবস্থায় আছো তোমার চেয়েও খারাপ অবস্থানে আরো অনেক মানুষ আছে। তাদের সাথে নিজেকে তুলনা করে দেখো তুমি তাদের থেকে হাজরগুণ বেশি ভালো আছো৷