RE: আমার ডেক্সটপ কম্পিউটারটি প্রায়ই হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। এর কারণ কী?

      আমার ডেস্কটপ কম্পিউটার চালু করার সময় বারবার বন্ধ হয়ে যাচ্ছে। আবার কখনো প্রথমবারই চালু হয়, কিন্তু কাজ করার সময় হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এই সমস্যা দেখে নতুন করে উইন্ডোজ সেটাপ করেছি। তারপরও দূর হচ্ছে না। কী কারণে এমনটা হচ্ছে? 

      Add Comment
      1 Answers

        বিভিন্ন কারণে হতে পারে। যেমন :

        ১. র‌্যাম এর স্লটে ধূলা বালি জমার কারণে র‌্যাম ঠিকভাবে মাদারবোর্ডে কানেকশন পাচ্ছে না।
        ২. পাওয়ার সাপ্লাই ইউনিট সঠিকভাবে পাওয়ার দিতে পারছে না।
        ৩. বুট অপশন সঠিক ভাবে কনফিগার করা নাই।
        ৪. হারড ডিস্কে ফাঁকা জায়াগার পরিমাণ খুব বেশি কমে গেছে।
        ৫. সি ড্রাইভে ফাকা জায়গা নেই বললেই চলে।
        ৬. দীর্ঘদিন জাবত পিসি থেকে ক্যাশ রিমুভ করেন নাই ইত্যাদি কারণে আপনার এই সমস্যাটি হতে পারে।

        এই বিষয়গুলো ভালোভাবে যাচাই করে দেখুন এই ধরনের কোনো সমস্যা হয়েছে কিনা। এমন সমস্যায় ডেক্সটপটি সারিয়ে নিতে পারেন। প্রয়োজনে আইডিবিতে ডেক্সটপটি নিয়ে যেতে পারেন।

        Professor Answered on March 4, 2015.
        Add Comment

        Your Answer

        By posting your answer, you agree to the privacy policy and terms of service.