RE: আমি একজনকে ভালোবাসি কিন্তু সে আমাকে ভালোবাসে না। আমি এখন কী করব?
সত্যি কথা বলতে কি যে আপনাকে ভালোবাসে না তা্র ফিছনে অযথা সময় নষ্ট করা বোকামি ছাড়া আর কিছুই না। আপনি যে ধরনের চিন্তা করছেন যে তাকে ছাড়া আপনি এক মুহূর্ত বাঁচবেন না এসব মানুষের আবেগ ছাড়া আর কিছুই না। আবেগগুলো শুধুমাত্র কিছুসময়ই তরতাজা থাকে। কিছুদিন পরেই মানুষেই এই আবেগগুলো কোথায় উড়ে যায় তা কেউ বলতে পারে না।
ভালোবাসা বিষয়টা কখনই একপাক্ষিক না এটি তখনই হয়ে থাকে যখন দুইদিক থেকে সমানভাবে আকর্ষণ তৈরি হয়ে থাকে। ভেবে দেখুন আপনি শুধুই তাকে ভালোবেসে যাচ্ছেন কিন্তু সে আপনাকে ভালোবাসে না এর চেয়ে বিব্রতকর অবস্থা আর হতে পারে না। তাই আপনাকে বলছি এসব বাজে কাজে সময় নষ্ট না করে এমন কিছু করুন যা আপনার ভবিষ্যতের জন্য ভালো এবং যা করে আপনি উপকার পাবেন।