RE: উপশহর ডিগ্রী কলেজ,যশোর – এটা যশোরের ঠিক কোথায় অবস্থিত?
এবছর আমি অ্যাডমিশন টেস্ট দিচ্ছি। তো সেই সুত্রে অ্যাডমিশন এক্সামের সিট পড়েছে “উপশহর ডিগ্রী কলেজ,যশোর” -এ। আমি খুলনা শহরে থাকি। খুলনা টূ যশোর ট্রেইনে যাব। এবার আমার প্রশ্ন হল যশোরে ট্রেন থেকে নেমে উপশহর ডিগ্রী কলেজে ঠিক কিভাবে যাব আর স্টেশন থেকে ওখানে পৌছাতে কতসময় লাগবে? –
Add Comment
১৯৮৬ সনে প্রতিষ্ঠিত উপশহর ডিগ্রি কলেজ যশোর রেলস্প্রটেশন থেকে আনুমানিক ১ থেকে দেড় কিলোমিটার দূরে অবস্থিত। যশোর শহরের উত্তর পশ্চিম সীমান্তে হাউজিং এস্টেটের কোলাহলমুক্ত পরিবেশে উপশহর ডিগ্রি কলেজাটর অবস্থান। আপনি স্টেশন থেকে চাইলে ইজিবাইক বা রিক্সায় করে উপশহর ডিগ্রী কলেজে পৌঁছাতে পারেন। ভাড়া নেবে ২০-৩০ টাকা।