RE: একজন মুসলমান হওয়া পরেও আমার মনটা দিন দিন অবিশ্বাসে ভরে যাচ্ছে, কী করতে পারি?
একজন মুসলমান হওয়া পরেও আমার মনটা দিন দিন অবিশ্বাসে ভরে যাচ্ছে, কী করতে পারি?
Add Comment
___ভাই আপনার কি সময় হবে, পাঁচটা সূরা বলবো এই সূরা গুলোর অর্থ দেখার সময় হবে আপনার, আপনি অবিশ্বাসীদের মত হয়ে যাচ্ছেন, এখন বিশ্বাস ফিরিয়া আনতে এই সূরা গুলো দেখা দরকার, এই সূরাগুলো দেখবেন অর্থ তাহলেই দেখবেন বিশ্বাস ঠিক হয়ে গিয়েছে,
- আমি এখানে এক একটি করে সূরা দিয়ে দিচ্ছি, মোট পাঁচটা সূরা এই পাঁচটা সূরার অর্থ যদি আপনি পুরোপুরি দেখতে পারেন তাহলেই বুঝবেন, মনের মধ্যে অবিশ্বাসী তৈরি হওয়ার কারণ কি, আর মরার পরে শাস্তি কি,
___এখন এক একটি করে সূরা বাংলা দেখুন মনোযোগ দিয়ে পড়বেন__?
____আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না, আল্লাহর রহমত থেকে দূরে যাবেন না, তার কারণ আল্লাহর রহমতে পড়ে আছে রাগ ও গজব, যা তোমরা সহ্য করতে পারবে না, তাই আল্লাহর রহমতে ভিতরে থাকো,