RE: একটা মানুষের আচার-আচরণ তার বন্ধু দ্বারা কতটুকু প্রভাব ফেলতে পারে?

      একটা মানুষের আচার-আচরণ তার বন্ধু দ্বারা কতটুকু প্রভাব ফেলতে পারে?

      Zohad Doctor Asked on January 18, 2025 in অনুসরণ.
      Add Comment
      1 Answers

        আসলে অনেকটাই প্রভাব ফেলে । এজন্য কোন মানুষদের সঙ্গে মিশবে আর কোন মানুষদের যতটা সম্ভব এড়িয়ে চলবেন তা ঠিক করে নেয়া উচিত ( সমাজে কোনো মানুষকে পুরোপুরি এড়িয়ে যাওয়া সম্ভব নয় ) ।

        এখন কথা হলো আপনি আপনার আচরণ আপনার বন্ধু-বান্ধব দ্বারা কতটা প্রভাবিত হতে দিবেন সেটা আপনার উপর নির্ভর করে ; কারন আপনার বুদ্ধি , বিবেচনা ইচ্ছাশক্তি আছে ।

        ধরুন আপনি জানেন যে সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর । কিন্তু আপনার বন্ধু-বান্ধবরা প্রলুব্ধ করছে সিগারেট খেতে । তাদের পেশারে এসে আপনি যদি সিগারেট খাওয়া শুরু করেন তাহলে তা আপনার শরীরের পক্ষে ক্ষতিকর হতে পারে এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে । আপনার এরকম করুন পরিণতির দায় কিন্তু আপনার বন্ধু-বান্ধবরা নেবে না কারণ সিগারেট খাওয়া না খাওয়া শেষ পর্যন্ত আপনার ইচ্ছার উপর নির্ভর করে ।

        ঠিক এরকম ভাবেই আপনার বন্ধু-বান্ধবরা হয়তো ফেসবুকে কোন একজন ব্যক্তিকে গালি দিতে উদ্বুদ্ধ করল বা সরাসরি বলল গালি দিতে । আপনি ওই ব্যক্তি ও ঘটনা সম্পর্কে কিছু না জেনেই হয়তো তার কমেন্টে অনেক গালি দিলেন । কিন্তু এই জন্য যদি ওই ব্যক্তি আত্মহত্যা করে ফেলে , তার দায় কিন্তু আপনার উপরে বর্তাবে কারণ এ ক্ষেত্রেও আপনার ইচ্ছাশক্তি ছিল কমেন্ট না করার ।

        Professor Answered on January 18, 2025.
        Add Comment

        Your Answer

        By posting your answer, you agree to the privacy policy and terms of service.