RE: এমন কিছু কৌশল বলবেন কি, যা সারাজীবন কাজে লাগবে?
এমন কিছু কৌশল বলবেন কি, যা সারাজীবন কাজে লাগবে?
✓কাউকে বিশ্বাস করে আপনার দুর্বলতা গুলো তাকে বলে দেবেন না কারণ পরবর্তীকালে সেই মানুষটি আপনার দুর্বলতার সুযোগ নিয়ে আপনার পিছনে কাঠি করতে পারে।
✓কিছু মানুষের সারা জীবন অতিবাহিত হয়ে যায় তবু কোথায় কি বলতে হয় তারা শেখে না। যেমন: কার সঙ্গে কেমন ব্যবহার করতে হয়, কার সাথে কতটুকু কথা বলতে হয় এগুলো শিখতে পারে না। তাই জীবনে ভালো থাকতে গেলে কথা বলার কৌশলটা শেখা অত্যন্ত দরকার। সুন্দর কথা বলার মধ্যে দিয়ে নিজের চরিত্র প্রকাশ পায়। তাই সুন্দর চারিত্রিক গঠনের জন্য কথা বলার কৌশল শেখা অত্যন্ত প্রয়োজন ।
✓আয় বুঝে ব্যয় করাটা খুব দরকার নতুবা সারাজীবন পস্তাতে হবে।
✓আপনি যদি কাউকে ভালোবাসেন তাহলে প্রেম পর্ব চলাকালীন আপনার ভালোবাসার মানুষটির সাথে প্রয়োজন ছাড়া কথা বলবেন না কারণ অধিকতর কথা বলা কিন্তু পরবর্তী ক্ষেত্রে ঝগড়ার কারণ হয়ে যায়। বাঙ্গালীদের মধ্যে একটা রোগ আছে কথা যখন কিছু বলার থাকেনা তখন শুধু – ” তুমি বলো, তুমি বলো ” এটাই চলতে থাকে । এই নিয়ে অশান্তির শেষ নেই।
✓আপনি কোন মানুষকে বেশি প্রশ্রয় দেবেন না যদি প্রশ্রয় দিতে হয় আপনি ঘাড় পর্যন্ত দিন, কখনোই মাথায় উঠতে দেবেন না, তাহলে পেয়ে বসবে । বাংলা তে একটা প্রবাদ আছে কুকুরকে লাই দিলে মাথায় উঠে। কথা টা যুক্তিযুক্ত বললাম কিনা আপনি ভেবে দেখবেন। ( দয়া করে কেউ এটা ব্যাক্তিগত ভাবে নেবেন না।)
✓সারা জীবন কাজে লাগা কৌশলের মধ্যে রান্না করার কৌশল টি শিখে রাখলে আপনার সেটা খুবই উপকারে লাগবে, যেকোনো পরিস্থিতিতে এটা আপনার পক্ষে খুবই সহায়ক হবে। যেমন আমার ক্ষেত্রে বলি: চাকরিসূত্রে আমি বাড়ির বাইরে থাকি, আমি কোয়ার্টারে একাই থাকি সুতরাং রান্না আমার নিজেকেই করতে হয়।
✓আপনি যদি অনেক টাকা লটারি তে জিতে থাকেন , তাহলে যতক্ষণ না আপনি সেই লটারি টাকা হাতে পাচ্ছেন ; ততক্ষণ কাউকে জানাবেন না কারণ এতে আপনার নিজের বিপদ ঘটতে পারে।
✓যেকোনো শুভকাজ যতক্ষণ না সম্পন্ন হচ্ছে তার আগে সেটা কাওকে না বলাই ভালো। কোন বড়োসড়ো কাজ সম্পন্ন করার পূর্বে গোপনীয়তা রাখা টাই হচ্ছে বুদ্ধিমানের কাজ।
✓জীবনে চলার পথে সব কিছুর মধ্যে ব্যালেন্স টা রাখা খুবই দরকার। কারণ জীবনে যেমন পড়াশোনা করাটা দরকার, তেমনি খেলাধুলা, শরীর চর্চা ,গুরুজনদের প্রতি ভক্তি, সামাজিক কিছু কাজকর্ম ,প্রেম-ভালোবাসা , চাকরি পাওয়া – সবকিছুর মধ্যে একটা ব্যালেন্স থাকা দরকার এবং এই ব্যালেন্সটা যদি হারিয়ে যায় তখনই সমস্যার সৃষ্টি হতে পারে।
***একান্ত নিজস্ব মতামত।। ধন্যবাদ