RE: কন্টাক্ট লেন্স ব্যবহারে চোখের কী ধরনের সমস্যা হতে পারে? এটি পরার নিয়ম কী?
কন্টাক্ট লেন্স ব্যবহারে চোখের কী ধরনের সমস্যা হতে পারে? এটি পরার নিয়ম কী?
সৌন্দর্য বর্ধন বা প্রয়োজন, কারণ যেটাই হোক, কন্টাক্ট লেন্স এর ব্যবহার দিন দিন বেড়েই চলছে। বিভিন্ন প্রোগ্রাম বা অনুষ্ঠানে নারীরা নিজেদের আকর্ষণীয় করে তুলতে কন্টাক্ট লেন্স পরে থাকেন। অনেকে আবার চশমার পরিবর্তে কন্টাক্ট লেন্স পরে থাকেন। তবে কন্টাক্ট লেন্স অনবরত পরার ফলে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। আসুন কন্টাক্ট লেন্স সম্পর্কে বিস্তারিত জেনে নিই।
প্রকারভেদ :
লেন্স সাধারণত তিন ধরনের হয়।
১. হার্ড কন্টাক্ট লেন্স
২. আরজিপি কন্টাক্ট লেন্স
৩. সফট কন্টাক্ট লেন্স
যে ধরনের সমস্যা হতে পারে :
– লেন্স পরিষ্কার করার তরলের মধ্যে যে রাসায়নিক পদার্থ থাকে, তা চোখে এলার্জি করতে পারে।
– চোখের কালো মণিতে পানি জমে, পরবর্তীতে ঘা হতে পারে।
– কন্টাক্ট লেন্সের চাপে চোখে স্থায়ী অ্যাসটিগমেটিজম বা দৃষ্টি স্বল্পতা হতে পারে।
– লেন্স ঘোলা হয়ে নষ্ট হয়ে যেতে পারে।
ব্যবহার বিধি :
– প্রথমত বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ব্যতিরেকে কন্টাক্ট লেন্স ব্যবহার করবেন না
– কন্টাক্ট লেন্স নিয়মিত নির্দিষ্ট সল্যুশন বা তরল দিয়ে পরিষ্কার করতে হবে।
– মেয়াদ উত্তীর্ণ তরল ব্যবহার করবেন না।
– বেশি পুরোনো হয়ে গেলে কন্টাক্ট লেন্স পরিবর্তন করবেন।
– হার্ড কন্টাক্ট লেন্স বেশিক্ষণ ব্যবহার করা উচিত নয়। প্রয়োজনে দৈনিক অল্প সময় (৩-৪ ঘণ্টা) ব্যবহার করা যায়।
– আরজিপি এবং সফট কন্টাক্ট লেন্স ১৫-২০ ঘণ্টা ব্যবহার করা যায়।
– প্রতি ২৪ ঘণ্টা পরপর নির্দিষ্ট তরল বা সল্যুশন দিয়ে লেন্স পরিষ্কার করা উত্তম।
– কন্টাক্ট লেন্স ব্যবহার করা অবস্থায় চোখ লাল হলে লেন্স খুলে ফেলতে হবে এবং ত্বরিত চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।
– লেন্স পরার আগে অবশ্যই হাত ভালোমত পরিস্কার করে নিন। কন্টাক্ট লেন্সে কখনই নখ দিয়ে চিমটাবেন না এতে লেন্স ছিঁড়ে যেতে পারে।
– প্রতিবার ব্যবহারের পর সলিউশ্যন পরিবর্তন করুন।
– লেন্স পরে কখনোই কড়া রোদ অথবা তাপ এ যাবেন না, এতে করে লেন্স গোলে চোখের মারাত্মক ক্ষতি হতে পারে।
– লেন্স পরে থাকা অবস্থায় চোখে পানি দেবেন না।
– লেন্স পরে থাকা অবস্থায় চোখ ডলবেন না।
– লেন্সে কোনো বালি বা ময়লা ঢুকলে সঙ্গে সঙ্গে লেন্স খুলে ফেলুন।
– ঘুমানোর আগে অবশ্যই লেন্স খুলে ঘুমাবেন।
এছাড়া কন্টাক্ট লেন্স কেনার ক্ষেত্রে যেসব বিষয় খেয়াল রাখা রাখবেন :
-কেনার আগে উৎপাদনের ও মেয়াদের তারিখ দেখে নিতে হবে।
-কন্টাক্ট লেন্স এর সঙ্গে নতুন সলিউশ্যন কিনতে হবে।
-গায়ের রঙ এর সঙ্গে মানানসই রঙের কন্টাক্ট লেন্স ব্যবহার করুন। এমন কোনো রঙের লেন্স ব্যবহার করা উচিৎ নয়, যাতে আপনাকে দেখতে বেমানান লাগে।
-প্রতিটি কন্টাক্ট লেন্স এর জন্য আলাদা বক্স ব্যবহার করুন এবং অবশ্যই সেটি যেন সলিউশ্যন পূর্ণ থাকে।