RE: কাউকে বিয়ে করার আগে কী কী বিষয়ে জানা উচিত?

      কাউকে বিয়ে করার আগে কী কী বিষয়ে জানা উচিত?

      Titu Train Asked on June 10, 2024 in অনুসরণ.
      Add Comment
      1 Answers

        কাউকে বিয়ে করার আগে কি কি বিষয়ে জানা উচিৎ তা ডিপেন্ড করে আপনি নিজের জীবনসঙ্গী হিসেবে কোন টাইপের ব্যক্তিকে বিয়ে করতে ইচ্ছুক।

        আমি মনে করি এই জিনিসটা নারী ও পুরুষের জন্যেই সমানভাবে জরুরী।

        দেখুন, আপনারা সবাই modern যুগের লোক। তাই এই নারীবাদী অপরাধী’দের জামানায় আপনাকে এই যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে।

        তাই ৫০/৬০ বছর পূর্বে আপনাদের বাপ দাদার যুগে ওনারা যে জিনিস গুলো ফলো করে বিয়ে করত, আমার-আপনার/বাকিদের জন্য এই যুগে তা ফলো করলে মাঠে মারা পড়বেন!

        চরিত্রবান ও ভালো নারী ও পুরুষের জন্য :

        আপনি যদি কোনো ভালো নারী/পুরুষ হয়ে থাকেন, অলওয়েজ try করবেন যাতে কোন থিওরি এপ্লাই করে আপনারা নিজেদের জন্য আপনাদের টাইপের ব্যক্তিকে স্বামী/স্ত্রী হিসেবে পেতে পারেন।

        আপনাদের যদিও বলার দরকার নেই যে toxic ফালতু, এন্টি-সোশ্যাল, বিষাক্ত, absurd ও biased নারীবাদ নামক বিচারধারা ও এটার অনুসারী সাইকোপ্যাথ সিক-পার্ভার্ট নারীবাদী’দের (feminist নারী/কাপুরুষ) থেকে হাজার মাইল দূরে থাকবেন, তবুও ফর দ্যা লাস্ট টাইম এটা আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি।

          • In addition, আপনারা সুস্হ মস্তিষ্কের ভালো ও চরিত্রবান/চরিত্রবতী মহিলা ও পুরুষেরা আপনাদের মতই ভালো ও চরিত্রবান/চরিত্রবতী মহিলা ও পুরুষদের জীবনসঙ্গী হিসেবে বাছাই করে বিয়ের পথে পা বাড়াবেন।

        যেভাবে একজন চরিত্রবান পুরুষ হিসেবে একজন চরিত্রবতী মহিলাকেই বিয়ে করবেন, সেভাবেই একজন ভালো ও চরিত্রবতী মহিলা একজন ভালো ও চরিত্রবান পুরুষকেই নিজের জীবনসঙ্গী হিসেবে বিয়ে করবেন।

        Both মহিলা ও পুরুষ — একে অপরের সাথে নিজেদের পাস্ট/ অতীত জীবন এর ভালো-মন্দ সবকিছু নিয়ে খোলাখুলি আলাপ করে নেবেন! কিছু গোপন করবেন তো দুজনই ক্ষতির সম্মুখীন হবেন, today or tomorrow!

        • অর্থনৈতিক ব্যাপারগুলো দুজন আলাপ করে নেবেন কারণ বিয়ের পর এগুলো নিয়ে তর্কাতর্কি করাটা ছোটোলোকি/ ছোটলোকের কাজ!
        • আলাদা থাকবেন নাকি পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে থাকবেন, এটাও দুজন আগেই ঠিক করে নেবেন।
        • আমি মনে করি, আর বাকি যে ছোটোখাটো বিষয়গুলো আছে তা আপনাদের বাচ্চাদের মতো বুঝিয়ে বলার দরকার পড়বে না।

        আর হ্যাঁ পরিশেষে বলবো, স্বামী – স্ত্রী দুজনই যে ধর্মের লোকই হয়ে থাকেন — টক্সিক feminism / বিষাক্ত নারীবাদ নামক বিচারধারা কে বর্জন করবেন এবং এটার ছোবল খেয়ে নিজেদের বৈবাহিক জীবন, সংসার সবকিছু হারানোর বোকামি করবেন না, যে বোকামি করে কোটি কোটি স্বামী/স্ত্রীর জীবন অলরেডি নষ্ট হয়ে গেছে। ভুলেও আপনারা দুজন স্বামী/স্ত্রী এই মরণফাঁদে পা দেবেন না।

        খবরদার 🙏

        • আপনাদের সুখী দাম্পত্য জীবন কামনা করছি।

        ভালো থাকবেন।

        Professor Answered on June 10, 2024.
        Add Comment

        Your Answer

        By posting your answer, you agree to the privacy policy and terms of service.