RE: কাউকে মানসিক চাপে ভুগতে দেখলে অন্যরা হাসে কেন?
কাউকে মানসিক চাপে ভুগতে দেখলে অন্যরা হাসে কেন?
কথায় বলে “হাতি কাদায় পড়লে চামচিকেতেও লাথি মারে”, তাই যখন জীবনে খারাপ সময় চলে তখন এক কথায় খোঁচা মারা চিমটি কাটা লোকের অভাব হয় না, আর সবথেকে বড় কথা সবাইকে আপন ভাবা বন্ধ করুন নিজের কষ্টের কথা দুর্বলতার কথা প্রকাশ করবেন না সে যত আপন বন্ধু হোক না কেন ,কথা পাঁচ কান হতে সময় লাগে না,আপনি কষ্টে আছেন এটা বুঝতে দেবেন না, একটা কথা কি জানেন “চোখের জল সবথেকে বড় দুর্বলতা” কঠিন সময়ে কখনোই তা যেন কেউ না দেখে ,বন্ধ ঘরে চার দেওয়ালের মাঝে কাঁদুন তারপর উঠে দাঁড়ান কিন্তু দরজা খুলুন হাসিমুখে না এটা আমার কথা না আমিও এক জায়গায় এটা একবার পড়েছিলাম,সময়ের নিয়মে খারাপ সময় ঠিক চলে যাবে আপনি যে ধর্মেরই হন না কেন আপনার ইষ্ট আপনার জন্য সব ঠিক করে রেখেছে আর তাদেরও দেখছেন যারা আপনার দুঃখে হাসছে তাই ধৈর্য্য ধরুন