RE: কিভাবে জিপি 2G ডাটাকে 3G ডাটাতে রুপান্তরিত করব?
কিভাবে জিপি 2G ডাটাকে 3G ডাটাতে রুপান্তরিত করব?
Add Comment
অন্য অপারেটর থেকে জিপির থ্রিজি প্যাকেজের দাম তুলনামূলকভাবে একটু বেশি । আবার 2G প্যাকেজের দাম বেশ কম । এক্ষেত্রে আপনি মাত্র ৩ টাকায় 2G থেকে 3G তে প্যাকেজটি কনভার্ট করতে পারেন যার মেয়াদ থাকবে এক মাস।
এর জন্য যা করবেন :
প্রথমে আপনার জিপি সিম থেকে *৫০০*০# ডায়াল করে পে অ্যাজ ইউ গো প্যাকেজ চালু করে নিন । তারপর থ্রিজি ক্লিক প্যাকেজ চালু করে নিন । আপনি ক্লিক প্যাকেজ চালু হয়েছে বলে কিছু মেসেজ পাবেন । তারপর OFF লিখে পাঠিয়ে দিন 5000 এ ।
এখন আপনার প্যাকেজের মেয়াদ দেখে নিন একমাস হয়ে গেছে, আর স্পিডটা নিজেই খেয়াল করুন।