RE: কিভাবে ডিভিডি বানানো যায়?
ডিভিডি হচ্ছে ডিজিটাল ভিডিও ডিস্ক (Digital Video Disc) বা ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক (Digital Versatile Disc) নামে পরিচিত এক ধরনের অপটিকাল ডিস্ক-ভিত্তিক উপাত্ত সংরক্ষণের ফরম্যাট। আধুনিক ডিজিটাল যুগের অনেক বেশি তথ্য রাখার চাহিদা থেকে এর সৃষ্টি। এর ধারণক্ষমতা সাধারণত ৪.৭ গিগা বাইট (একটি স্তর বা লেয়ার) বা ৮.৫৪ গিগাবাইট (দুইটি স্তর)। একটি ৪.৭ গিগাবাইটের ডিভিডিতে একটি সিডির প্রায় ৬ গুণ বেশি তথ্য রাখা যায়। ডিভিডির লেসার হিসেবে ৬৫০ ন্যানোমিটারের তড়িৎ-চুম্বকীয় তরঙ্গ ব্যবহার করা হয়, যার বর্ণ লাল।
ডিভিডিতে ভিডিও যুক্ত করতে হলে আপনার কম্পিউটার বা ল্যাপটপে ডিভিডি রাইটার থাকতে হবে। এরপর ডিভিডিটি কম্পিউটার বা ল্যাপটপে প্রবেশ করিয়ে আপনার কাংখিত ভিডিও তাতে সংযুক্ত করতে পারেন।
আর যদি ভিডিওগুলো এডিট করতে চান, তাহলে ভিডিও এডিটিং সফটওয়্যার ইন্সটল করে নিতে হবে। এ জন্য গুগলে সার্চ দিলে অনেক ইংরেজি বা বাংলা টিউটোরিয়ালও পাবেন।