RE: কীভাবে একজন ভালো প্রোগ্রামার হবো?
কীভাবে একজন ভালো প্রোগ্রামার হবো?
Add Comment
প্রোগ্রামিং বিষয়টা অনুশীলনের উপর নির্ভর করে।
১. প্রথমে একটা ল্যাঙ্গুয়েজ শিখুন (যেকোন)
২. এরপর ডাটা স্ট্রাকচার আর এলগোরিদম শিখুন
৩. আগের ৩ টা টপিক শেখা হয়ে গেলে – বিভিন্ন অনলাইন প্রতিযোগিতার প্লাটফর্মে গিয়ে বিভিন্ন রকম প্রব্লেম সল্ভ করতে থাকুন
মনে রাখবেন : যত বেশি প্র্যাকটিস করবেন – তত ভালো প্রোগ্রামার হবেন
সংযোজন: এখানে প্রোগ্রামিং বলতে – অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বুঝিয়েছি আমি। বাস্তব জীবনে যেসব বড় সফটওয়্যার তৈরী করা হয় তার অধিকাংশই Object Oriented Programming ধারণা ব্যবহার করে।