RE: কীভাবে খারাপ অভ্যাস থেকে বিরত থাকা যায়?
কীভাবে খারাপ অভ্যাস থেকে বিরত থাকা যায়?
#আপনার_দোয়া_কবুল_হচ্ছে_না????
#একই_গুনাহ_বারবার_করে_ফেলছেন???
#আচ্ছা_কখোনো_কি_আপনি_সেজদায়_গিয়ে_অধিক__সময়_নিয়ে_এভাবে_দোয়া_করেছেন_?
==>
✓∆”আল্লাহ আপনি শয়তানকে বানিয়েছেন (কুন) হুকুম দিয়ে।
আর আমাকে বানিয়েছেন আপনার কুদরতি হাত দিয়ে””।
আপনি তো শয়তানের দোয়া কবুল করেছেন।মর্যাদার দিক দিয়ে তোহ আমি উত্তম। তাহলে আমার দোয়া কেনো কবুল করবেন না??
•√•√এভাবে দোয়া করার অধিকারটা হলো আপনার সাথে আপনার রবের ভালোবাসার!!!!!
•°•মানুষ আল্লাহর সবথেকে নিকটে চলে যায় যখন সে নামাজের সময় সিজদায় লুটিয়ে পড়ে
•°•আর মানুষ সবথেকে বেশি গুনাহ করে থাকে শয়তানের ধোকায় পড়ে।
•••••>শয়তানের দোয়া চেয়েছিলো:-
°•°কেয়ামত পর্যন্ত আমাকে অবকাশ দিন।
°•°মানুষের অস্থিমজ্জা ও রগসমূহে প্রবেশের সুযোগ দিন।
°•°আমাকে তাদের দৃষ্টির আড়াল রাখুন।
আল্লাহ আপনি তোহ শয়তানের এই দোয়াগুলোকে কবুল করে নিয়েছেন।
অন্যদিকে আপনি তিন কসম খেয়ে বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি সবথেকে উচ্চ মর্যাদা দিয়ে
•✓•আল্লাহ তাহলে কেনো
আমার দোয়া কবুল করবেন না!!!!!
আমি কেনো গুনাহ থেকে বাঁচতে পারবো না!!!!!
আমি কেনো শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারবো না!!!!
আল্লাহর কাছে চাইতে থাকুন দেখবেন ঠিকই আল্লাহ আপনার দোয়গুলো কবুল করবেন ইনশাআল্লাহ।
মুসলিম হলে এই দিকটা ফ্লো করতে পাড়েন।