RE: কীভাবে মন পরিশুদ্ধ হতে পারে?
কীভাবে মন পরিশুদ্ধ হতে পারে?
আপনার মন ক্রমাগত ভাবতে চায়। আপনি যদি সচেতনভাবে ইতিবাচক ভাবনা না ভাবেন তাহলে আপনার মন নেতিবাচক ও ক্ষতিকর ভাবনা ভাববে। এ নিয়ে সুন্দর একটি গল্প আছে।
গ্রামের একজন লোক কোনোভাবেই সফল হতে পারছিল না। যা-ই করে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত তার ধারণা হলো তার দ্বারা কিছুই হবে না।
একদিন সেই গ্রামে এলেন খ্যাতিমান এক সাধক। লোকটি তার কাছে গিয়ে বলল, হুজুর আমি যখনই কোনো কাজ করতে যাই আমার মনে ব্যর্থতার চিন্তা আসে। আমি কী করব যাতে আমি সফল হতে পারি? সব শুনে সাধক তাকে পরদিন সূর্যোদয়ের সময় তার কাছে যেতে বললেন।
পরদিন যখন লোকটি তার কাছে গেল তখন সাধক তাকে নিয়ে হাঁটতে বের হলেন। হাঁটতে হাঁটতে একটা ফসলি জমিতে গেলেন। সেখানে মাঠভর্তি ফসল। সাধক বললেন, তুমি কি জানো কীভাবে এই জমিতে ফসল জন্মেছে?
লোকটি বলল, জানি! ক্ষেতে প্রথমে লাঙল চালানো হয়েছে। তারপর বীজ বপন করা হয়েছে, পানি দেয়া হয়েছে। অবশেষে ফসল জন্মেছে।
পাশেই ফসলহীন একটি জমি; সেখানে আছে শুধু ঘাস। সাধক লোকটিকে বললেন, তুমি কি বলতে পারো ঘাস কীভাবে জন্মেছে?
লোকটি বলল, ঘাস তো এমনিতেই জন্মায়! এর জন্যে কিছুই করতে হয় না।
তখন সাধক বললেন, তোমার মনটাও ফাঁকা জমির মতো। সাফল্যরূপ ফসল জন্মাতে চাইলে ভাবনার লাঙল দিয়ে মনটাকে চষতে হবে। কাজ নামের বীজ বপন করতে হবে। যত্ন নিতে হবে। তাহলেই তোমার জীবনে সাফল্য আসবে।
আর যদি সেটাকে এমনি এমনি ফাঁকা ফেলে রাখো তাহলে আগাছারূপ নেতিবাচকতা জন্মাবে। এর জন্যে তোমাকে কিছুই করতে হবে না।
পুরো লেখাটি মহাজাতক ব্লগ থেকে নেয়া – ভাবুন, বিশ্বাস করুন, অর্জন করুন
মন পরিশুদ্ধ করার মূল উপায়টা এখানে গল্পের ভেতর দিয়ে খুব সহজ করে বলা হলো, যে নিজের ভাবনার ওপর নিয়ন্ত্রণ আনতে হবে, ভালো ভাবনা ভাবতে হবে, ভাবনার লাঙল দিয়ে মনটাকে চষতে হবে, নাহলে আগাছা জন্মে মনটা আবর্জনার স্তূপ হয়ে পড়বে।