RE: কীভাবে মানুষকে মুগ্ধ করবো?

      কীভাবে মানুষকে মুগ্ধ করবো?

      Zontu Train Asked on January 25, 2025 in অনুসরণ.
      Add Comment
      1 Answers

        অন্য কেউ কীভাবে করে জানিনা তবে আমি যেভাবে করার ট্রাই করি সেটা বলার চেস্টা করবো। আমি কাউকে মুগ্ধ করার পেছনে একটাই উদ্দেশ্য রাখি, সেই মানুষটিকে সাময়িক ভাবে হলেও খুশী কিংবা স্ট্রেস মুক্ত করা। এর বাইরে কোন উদ্দেশ্য নেই।

        • সবচেয়ে ভালো যে কাজটা করি, মানে কাজটা করতে আমারি ভালো লাগে সেটা হলো অন্যের কথা মনযোগ দিয়ে শুনা। অদ্ভুত ভাবে আমি এমন মানুষের দেখা পেয়েও যাই। আমার ফেসবুক পেইজ আইডিতে কাকতালীয় ভাবে এসব মানুষেরা এসে যায়।অনেকক্ষেত্রে আমি নিজে গিয়ে সেধে তাদের গল্প শুনি। সুইসাইড করার ট্রাই করে বা করতেছে এমন মানুষও পেয়েছি আমি।আমার কাজ মনযোগ দিয়ে তাদের কথা শুনা। ভালোই লাগে আমার। আর চেস্টা করি অপরপাশের মানুষকে স্ট্রেস, মানসিক চাপ থেকে একটু হলেও মুক্তি দেওয়ার।অধিকাংশ ক্ষেত্রেই অচেনা লোক হয় সবাই। এই কাজটা করতেই আমার অনেক সময় চলে যায়।
        • আমার দ্বারা কারো কোন উপকার করা সম্ভব হলে বা কাউকে উপকৃত করার সুযোগ থাকলে সেটা করার সর্বোচ্চ চেস্টা করি।
        • হুট করে কারো বার্থডে উইশ করে চমকে দেওয়া। এই কাজটা প্রায়ই করে থাকি।
        • প্রশংসা করা। প্রায়শই একটু প্রশংসা করে থাকি কাছের মানুষদের। যাতে তারা একটু স্পেশাল ফিল করে নিজেদের।
        • বিভিন্ন উৎসবে সাধ্যমতো গিফট দেওয়ার চেস্টা করি। অধিকাংশ ক্ষেত্রেই বই দেই।
        • এছাড়াও মানুষের পছন্দভেদে কার্যক্রম বিভিন্ন রকমের হয়ে থাকে। অধিকাংশ সময় মানুষের পছন্দের উপর নির্ভর করে।

        আরো কিছু করি তবে সেগুলা বলা যাবে না কারণ কোরাতে অনেক মিত্র আছে যাদের উপর এপ্লাই করি

        Professor Answered on January 25, 2025.
        Add Comment

        Your Answer

        By posting your answer, you agree to the privacy policy and terms of service.