RE: কুকুর কীভাবে গৃহপালিত প্রাণীতে পরিণত হয়ে উঠে?
প্রাণীদের মধ্যে গৃহপালিত কুকুর অনেক বেশি প্রভুভক্ত হয়ে থাকে। তবে ঠিক কখন এবং কীভাবে কুকুর গৃহপালিত প্রাণী হিসেবে মানুষের সঙ্গী হয়েছে তার উত্তর কিন্তু আজও অজানা। বিজ্ঞানীরা গবেষণায় দেখেছেন গৃহপালিত প্রাণী হিসেবে কুকুরের ইতিহাস ৯০০০- ৩৪,০০০ হাজার বছরের পুরানো। ধারণা করা হয় আদিম যুগে প্রধানত শিকারীদের সঙ্গী হিসেবেই কুকুর গৃহপালিত প্রাণী হিসেবে বেড়ে উঠেছে। আবার এর বিরোধিতায় কেউ কেউ বলেন কৃষিজীবী মানুষ যখন এক জায়গায় থিতু হয়েছে কেবল তখনই কুকুরকে পাহারার কাজে ব্যবহারের মাধ্যমে গৃহপালিত হিসেবে পোষ মানানো হয়েছে। মধ্য এশিয়া এবং ইউরোপে প্রাচীন যুগের কুকুরের অস্তিত্ব পাওয়া গেলেও ডিএনএ পরীক্ষায় তার সাথে বর্তমান সময়ের কুকুরের অনেক পার্থক্য দেখা যায়। ধন্যবাদ
মূল : listverse.com