ব সহজ করে বলতে গেলে, ব্ল্যাক হোল হচ্ছে মরে যাওয়া তারা। অপঘাতে মৃত অনেক মানুষ যেমন মরে গেলে ভূত হয়ে যায়, তেমনি তারারা মরে গেলে হয় ব্ল্যাক হোল
তারা বা নক্ষত্রের কিছু জ্বালানি থাকে, যেগুলো রাসায়নিক বিক্রিয়া করে তাপ ও আলো উৎপন্ন করে। তাপ ও আলো মূলত শক্তির দুইটি রূপ। যখন কোনো তারার জ্বালানি ফুরিয়ে যায়, সেটা তো তখন আর রাসায়নিক বিক্রিয়া করে শক্তি উৎপন্ন করতে পারে না। করবে কীভাবে, ওর তো জ্বালানিই নেই! তখনই তারাটা মরে যায়। এরমধ্যেই কিন্তু তারাটির ভিতরে এক বিশাল ঘটনা ঘটে যায়।