RE: কেন আমরা নিজেদের মনের প্রকৃত অবস্থা প্রকাশ করতে চাই না?
কেন আমরা নিজেদের মনের প্রকৃত অবস্থা প্রকাশ করতে চাই না?
সাধারণত আমরা নিজেদের মনের প্রকৃত অবস্থা প্রকাশ করতে চাই না, আমাদের চারপাশের বিরাজমান মানুষজনের কারণে।
মানুষ কী বলবে, কী ভাববে, খারাপ ভাববে না তো! এই সেই হাবিজাবি চিন্তা চলে আসে মনের অবস্থা প্রকাশ করার আগেই।
সাধারণত যা হয়,
আপনার প্রেমে যদি বিচ্ছেদ হয়, বিচ্ছেদের সময়টা কাটাতে সবচাইতে বেশি প্রয়োজন হলো বন্ধু বা বন্ধুর মতো কেউ একজন।
কিন্তু, এই বিচ্ছেদ নিয়ে আপনার মনের কথা কাউকে শেয়ার করতে গেলে দেখবেন অনেকে পাত্তাই দিচ্ছে না, অনেকে অর্ধেকটা শুনার পর না বুঝে আপনাকে দোষারোপ করছে, অনেকে ত শুনতেই চায়না! আবার অনেকে শুনার পর, অন্যদের সাথে শেয়ার করে। যা একেবারেই মেনে নেওয়া যায়না।
আরেকটা হচ্ছে
আমাদের ব্যক্তিগত কোন সমস্যা, পারিবারিক কোন সমস্যা কারো সাথে শেয়ার করলে খুব কম মানুষ শান্তনা দিয়ে কথা বলে, কিংবা পাশে থাকে৷
বরং বেশিরভাগ মানুষ এই সমস্যা এবং দুর্বলতাকে কাজে লাগিয়ে পরবর্তীতে আমাদের ব্যবহার করার সুযোগ নিতে চায়।
আমার মেয়ে বন্ধুদের তথ্যমতে, মেয়েরা নিজেদের মনের প্রকৃত অবস্থা সাধারণত শেয়ার করতে চায়না।
বেশিরভাগ ক্ষেত্রে যার সাথে শেয়ার করে, সে ঐ মেয়েটাকে অসহায় ভাবতে শুরু করে, একটু দুর্বল ভাবতে শুরু করে এবং একসময় দুর্বলতার সুযোগ নিতে চায়। সে ভার্সিটির বড় ভাই হোক, ক্লাসের কোন ছেলে হোক কিংবা আত্মীয় কেউ হোক। [ব্যতিক্রমও আছে]
একেবারেই বাস্তব কয়েকটি লাইন লিখে শেষ করছি…
আমি নিশ্চিত বলতে পারি, এখনো স্কুল কলেজে লাখ লাখ ছাত্রছাত্রী আছে, যারা ক্লাসে শিক্ষকের পড়ানো বিষয় বুঝে না।
কিন্তু স্যার যখন বলে ‘টপিক/বিষয় বুঝতে পারছো?’
তখন ক্লাসের প্রায় সবাই বলে জ্বি স্যার, হ্যাঁ স্যার!
কেন বলে?
বুঝতে পারছি না বা বুঝিনি বললে হয়তো স্যার গাধা বলবে, অথবা অপমানজনক এমন কিছু বলবে, যেন অন্য ছাত্ররা হেসে উঠে! সেই ভয় থেকে বেশিরভাগ ছাত্রছাত্রী না বুঝেই হ্যাঁ/জ্বি বলে উঠে।
উল্লেখিত কোন একটা ঘটনার মধ্যে দিয়ে মানুষ যখন যায়, তখন অন্যান্য মানুষের প্রতি তাদের অনাস্থা তৈরি হয়।
আর অনাস্থা থেকে, অপমান থেকে, উপহাস থেকে, সুযোগ সন্ধানী মানুষের হাত থেকে বাঁচতে, আমরা সাধারণত নিজেদের মনের প্রকৃত অবস্থা প্রকাশ করতে চাইনা।
আমাদের দুঃখ কষ্ট, সমস্যা লুকিয়ে আমরা অভিনয় করতে থাকি।
আমরা ভাবি, অভিনয় করেই যখন সমাজে ভালো থাকা যায়, তাহলে অভিনয় করতে সমস্যা কী!!
সময় নিয়ে পড়ার জন্য ধন্যবাদ।
ছবিসূত্রঃ গুগল সার্চ