RE: কেন মানুষ অতিরিক্ত আশা করে?
কেন মানুষ অতিরিক্ত আশা করে?
Add Comment
পৃথিবীতে মানুষ সব জিনিসই চায়। শুধু একটা জিনিস চাই না তার নাম হচ্ছে মৃত্যু। যে মানুষ দেখবেন অতিরিক্ত আশা করে তার ভিতরে মৃত্যুর শরণাপন্ন থাকেনা। তাই অতিরিক্ত আশা করে। সে রক্তে মাংস গড় মানুষ দেখা গেলেও মানুষ নন। প্রকৃতভাবে যে মানুষ সে কখনো অতিরিক্ত আশা করতে পারেনা। রিজিকের ফয়সালা একমাত্র আল্লাহ পাকের। আল্লাহ পাক যাকে যে অবস্থায় রাখুক না কেন শুকরিয়া আদায় করা একান্ত প্রয়োজন।