RE: কোনো ভাবে কি দেহ থেকে মনকে সম্পূর্ণ আলাদা করা সম্ভব?
কোনো ভাবে কি দেহ থেকে মনকে সম্পূর্ণ আলাদা করা সম্ভব?
Add Comment
দেহ ও মন তো আলাদাই। এটাকে আর কিভাবে আলাদা করবেন!!
দেহ থাকে না, পুড়ে যায়, কিন্তু যে মন নিয়ে এক দেহ যায়, পরের দেহে সেই মন-ই থেকে যায়। মানে নিহা নাজিম-এর মন সুক্ষরূপে থেকে যায়, দেহ যাবার পরে।
এর একটা অদ্ভুত উদাহরণ হলো জাতিস্মর। দেহ ছেড়ে দিয়েছে কিন্তু পূর্ব দেহের ঘটনাবলী মনে আছে। মন না থাকলে মনে থাকবে কিভাবে! অর্থাৎ মন ও দেহ সম্পূর্ণ আলাদা। সব সময়েই।