RE: কোনো মানুষ খুব বেশি ইগনোর করলে কী করা উচিত?
কোনো মানুষ খুব বেশি ইগনোর করলে কী করা উচিত?
Add Comment
- কেউ ইগনোর করলে প্রথম কাজ হচ্ছে চোখ বন্ধ করে তাকে ছেড়ে দেয়া।
 - বাস্তবতা হচ্ছে কেউ আমাদের ইগনোর করে না;বরং আমরা ইগনোর হই।
 - যখন আমরা কারো প্রতি অতিরিক্ত ভালোবাসা দেখাতে চাই,দৃশ্যমান আবেগ দেখাতে চাই,কারো তথাকথিত ভালোবাসা পেতে মরিয়া হই,তখনই আমাদের মধ্যে ইগনোর নামক বিচ্ছিন্নতাবোধ তৈরি হয়।কাজেই এসব করা যাবে না।
 - ব্যক্তিত্ব বজায় রাখুন।কারো কাছে নিজেকে সস্তা বানাবেন না।
 - মনে রাখবেন যে দূরত্ব ভালোবাসা বাড়ায়।বরং কাছে আসলে ভালোবাসা কমে যায়।
 - রহস্য রেখে দিন।অর্থাৎ নিজেকে কখনো পুরোপুরি প্রকাশ করবেন না।
 - কাউকে ইগনোর করার সুযোগ দেয়া যাবে না। অর্থাৎ কারো প্রতি নিজের দুর্বলতা প্রকাশ করা যাবে না।
 - বরং আপনি নিজেই অন্যকে তথাকথিত ইগনোর করুন।যাকে কাছে পেতে চান,তাকে উপেক্ষা করুন,এতে বিপরীত ফল ঘটবে।অর্থাৎ সে আপনাকে পেতে আকুল হয়ে উঠবে।
 - যার মধ্যে ন্যূনতম শ্রদ্ধাবোধ আছে,সে কখনোই অন্যের দ্বারা উপেক্ষিত ও অবহেলিত হবে না।
 - আপনি কারো দ্বারা উপেক্ষিত হবেন কিনা,এটির চাবি ও নাটাই সম্পূর্ণ আপনার হাতে,অন্যের হাতে নয়।
 - অন্যের দুর্বল এবং উইক পয়েন্টগুলো সংগ্রহ করুন।এতে করে দুনিয়া উল্টে গেলেও সে আপনাকে উপেক্ষা করতে পারবে না।
 - মনে রাখতে হবে যে সময় এবং সুযোগ বারবার আসেনা।কাজেই কখনো কখনো অন্যের আবেগকেও ঢাল হিসেবে ব্যবহার করতে হতে পারে।
 - তবে আপনি যদি বিচক্ষণ ও বুদ্ধিমান হন তাহলে আপনাকে কেউই অপেক্ষা করতে পারবে না।
 - কারো অদৃশ্য সুঁতোই এবং নাটাইয়ের বলে নিজেকে চালানো যাবে না।এক্ষেত্রে স্বনিয়ন্ত্রিত হোন।