RE: ছেলেমেয়ে যদি বৃদ্ধ বাবা মায়ের কোনো ভরনপোষণ না দেয় তাহলে কি তারা কোনো মামলা করতে পারবেন?
ছেলেমেয়ে যদি বৃদ্ধ বাবা মায়ের কোনো ভরনপোষণ না দেয় তাহলে কি তারা কোনো মামলা করতে পারবেন?
Add Comment
এই সমস্যাটি প্রায়ই দেখা যায় অর্থাৎ বাবা মা বৃদ্ধ হয়ে গেলে সন্তানরা তাদের দেখাশোনার ভার আর নিতে চান না। ফলে বৃদ্ধ বাবা মায়ের ভোগ করতে হয় এক চরম দুর্ভোগ।
তবে সম্প্রতি একটি আইন করা হয়েছে যেখানে বৃদ্ধ বাবা মায়ের ভরনপোষণ দেয়াকে বাধ্যতামূলক করা হয়েছে। বাবা-মার ভরণপোষণ না দিলে জেল-জরিমানার বিধান রেখে গতবছর নতুন এই আইন করে সরকার।
আইনে বলা হয়েছে, ভরণ-পোষণে ব্যর্থতার জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা অর্থদণ্ড হবে, তা দিতে ব্যর্থ হলে তিন মাস কারাভোগ করতে হবে।
কোনো সন্তানের স্ত্রী, ছেলে-মেয়ে বা নিকট আত্মীয় এ দায়িত্ব পালনে বাধা দিলে তারাও একই অপরাধে অপরাধী হবেন এবং একই শাস্তি পাবেন।
(অ্যাডভোকেট জয়নাল আবেদীন চৌধুরি রিগ্যান)