RE: জীবনকে উন্নত করার সর্বোত্তম উপায় কোনটি?
জীবনকে উন্নত করার সর্বোত্তম উপায় কোনটি?
মৃত্যুর পুর্বে এক বাবা তার সন্তানকে বলল, ” এই ঘড়িটা তোমার দাদা আমাকে দিয়েছিল। ঘড়িটার বয়স ২০০ বছরেরও বেশি। এটা আমি তোমাকে দেব। কিন্তু আগে তুমি এটা নিয়ে একটা ঘড়ির দোকানে যাও এবং বল যে তুমি এটা বিক্রি করতে চাও আর এটার দাম জেনে আসো।”
সে ঘড়ির দোকানে গিয়ে ফিরে এসে তার বাবাকে বলল, “দোকানী এটা মাত্র ৫ টাকায় কিনে নিতে চায় কারণ ঘড়িটা পুরনো৷”
বাবা বলল, ” এবার চায়ের দোকানে যাও।”
ছেলেটি চায়ের দোকান থেকে ফিরে এসে বাবাকে বলল, “কেউ একজন ঘড়িটাকে ৫০ টাকায় কিনতে চায়।”
বাবা বলল, “এবার একটা জাদুঘরে যাও।”
ছেলেটি জাদুঘর থেকে ফিরে এসে বলল, ” তারা এই ঘড়িটাকে ৫০ লক্ষ টাকায় কিনতে চায়।”
বাবা বলল, ” আমি তোমাকে বলতে চাই যে সঠিক জায়গাই সঠিক জিনিসের মুল্য বোঝে৷ ভুল জায়গায় যেও না। কারণ তারা তোমার সঠিক মুল্য দেবে না।”
কে জানে যে আপনার মুল্য কত? এমন জায়গায় থাকবেন না যেখানে আপনার মুল্য নেই৷
জীবনের সঠিক মুল্য পেতে সঠিক জায়গা বাছুন।