RE: জীবনকে পাল্টানোর কিছু উপদেশ দেবেন কি?

      জীবনকে পাল্টানোর কিছু উপদেশ দেবেন কি?

      Zohad Doctor Asked on December 29, 2024 in অনুসরণ.
      Add Comment
      1 Answers

        উপদেশ দেওয়ার মতো যোগ্যতা এই মুহূর্তে আমার নেই। তবে হ্যাঁ জীবন পরিবর্তনের জন্য আপনাকে কিছু পরামর্শ দিতে পারি

        1. ভোরবেলা ঘুম থেকে উঠুন। ভোরবেলা মানে ভোরবেলা, সকালবেলা নয়। অবশ্যই ভোর 5:30 এর আগে।
        2. এবার একগ্লাস অথবা আপনার প্রয়োজন মত ঈষদুষ্ণ গরম জল পান করুন।
        3. এবার সোজা চলে যান প্রাতঃভ্রমণ করতে। দৌড়াতে পারলে খুবই ভালো। কোন বাহানা চলবে না। যাইহোক, যতই কাজ থাকুক যেতে আপনাকে হবেই।
        4. S.A.V.E.R.S নামে একটি পদ্ধতি আছে। যে পদ্ধতি দৈনন্দিন ব্যবহার করে আপনি আপনার মনকে ইতিবাচক বার্তায় ভরিয়ে তুলতে পারবেন। প্রতিদিন এই পদ্ধতি অভ্যাস করুন। গুগোল এ সার্চ করলে এর বিস্তারিত পেয়ে যাবেন।
        5. যখন খাওয়া-দাওয়া করবেন তখন শুধুই খাবেন, কোন কাজ করবেন না অথবা মোবাইল নিয়ে ঘাটাঘাটি করে অকাজ করবেন না।
        6. রাগ হলে চুপ করে থাকুন। কথা বলবেন না। কথা বললেই ভুল কথা বলবেন। পারলে রাগ নাই করুন। এর জন্য প্রতিদিন ধ্যান অভ্যাস করুন।
        7. যখনই কোন সমস্যার মুখোমুখি হবেন এবং কোনো উপায় খুঁজে পাবেন না তখন ওই সমস্যার আগে পাঁচবার “WHY”(কেন?) লাগিয়ে দিন। সমস্যার কারণ এবং উত্তর দুটোই পেয়ে যাবেন।
        8. যখন কোন কাজে ব্যর্থ হবেন সেই মুহূর্ত থেকে সেই কাজের প্রতি পরিশ্রম আগের থেকে দ্বিগুণ করে দিন। অযথা চিন্তা করবেন না এবং ব্যর্থতা নিয়ে হতাশা দেখাবেন না।
        9. আইপিএল দেখবেন না। আইপিএল হল বড় মানুষদের (প্রতিষ্ঠিত ক্রিকেটার) 100 দিনের কাজের মত। প্রতি বছর আসে। লক্ষ করে দেখবেন খেলার মাঝে বিরতিতে অধিকাংশ সময় ক্রিকেট বেটিং, গুটকা এবং মিউচুয়াল ফান্ডের বিজ্ঞাপন দেখানো হয়। এবার আপনি বুঝে নিন আপনি প্রকৃতপক্ষে কি দেখছেন। এতে যদি আমাকে কেউ অপছন্দ করতে শুরু করে তাহলে করুক। প্রকৃত সত্য তুলে ধরাই আমার লক্ষ্য। প্রতিবছর প্রায় পঞ্চাশটার মত খেলা হয়। প্রতি ম্যাচ পিছু গড়ে আপনার ৩ ঘন্টার বেশি খরচা হয়। যদি আপনি আইপিএল দেখেন তাহলে ১৫০ ঘন্টা আপনি নষ্ট করবেন! আর যদি না দেখেন ১৫০ ঘন্টা আপনি নিজের উন্নতির জন্য কোন কাজ করতে পারবেন।
        10. জল খান, প্রচুর জল খান। জল হল অধিকাংশ জায়গায় বিনামূল্যে উপলব্ধ অমূল্য রতন।
        11. শিক্ষনীয় ভিডিও দেখুন নিয়মিত
        12. অনলাইন দুনিয়ার গতি প্রকৃতি এবং কাজের ধরন শিখুন
        13. বই পড়ুন, ই-বুক পড়ুন
        14. পরিবার এবং আত্মীয়-স্বজনদের সাথে নিয়মিত যোগাযোগ বজায় রাখুন
        15. বন্ধুত্ব স্থাপন এবং নতুন বন্ধু চয়নের ক্ষেত্রে সতর্ক থাকুন। নেতিবাচক বন্ধুদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করুন।
        16. একজন ভাল পথপ্রদর্শকের সান্নিধ্য লাভ করুন।
        17. নতুন কিছু শেখার জন্য উদ্যোগী হন।
        18. আপনার দিন এবং সপ্তাহের জন্য পূর্ব পরিকল্পনা করুন।
        19. অন্যের মতামতের উপর নির্ভর করে দুশ্চিন্তা করবেন না।
        20. সুষম খাদ্য গ্রহণ করার অভ্যাস করুন।
        21. বিভিন্ন রকম সুস্বাদু এবং মজাদার রান্না করার কৌশল শিখুন।
        22. আপনার সময় আরো ভালো করে ব্যবহার করতে শিখুন।
        23. অভিজ্ঞতা অর্জনের জন্য কখনো কখনো অর্থ ব্যয় করতে হতে পারে।
        24. আপনার ব্যক্তিত্বের জন্য গর্ব অনুভব করুন।
        Professor Answered on December 29, 2024.
        Add Comment

        Your Answer

        By posting your answer, you agree to the privacy policy and terms of service.