RE: জীবনের অর্থ বোঝার উপায় কি?
জীবনকে অর্থ প্রদান করাই হল জীবনের অর্থ; “জীবনের অর্থ কী?” এই প্রশ্নের উত্তরে মহাবিশ্বের কঠিন, শীতল নীরবতা হয়তো আসলেই কোনো মনস্তাত্ত্বিক অত্যাচার নয়, বরং আশাজনক । কারণ এই নীরবতার অর্থ হয়তো এই যে আমাদের জীবনের অর্থ নিয়ে মহাবিশ্বের কিছু যায় আসে না ; আমরা যেমনভাবে চাই বাঁচতে পারি, যেমনভাবে খুশি জীবনকে অর্থপূর্ণ করে তুলতে পারি, আবার নাও তুলতে পারি । দিনের শেষে আমাদের হারানোর কিছু নেই কারণ মহাবিশ্ব আমাদের পরীক্ষা নিচ্ছে না । আমাদের জীবনের মূল্যায়নে তার আগ্রহ নেই ।
হয়তো “জীবনের অর্থ কী?” এই প্রশ্ন তুলে আমরা নিজেরাই নিজেদের পরীক্ষা নিচ্ছি; উত্তরও তাই আমাদেরই আমাদের মতো করে দিতে হবে । আর এর উত্তর “টুকতে” যাওয়াটা “নিজের সম্পর্কে কিছু বল”র উত্তর টুকতে যাওয়ার মতোই অনর্থক— পড়তে যতই সুন্দর হোক, তা আমার কথা বলবে না; বলবে অন্য কারও কথা । “সাদা খাতা” জমা দেওয়ার চাইতে কি প্রকৃতঅর্থেই শ্রেয় তা?