RE: জীবনের কঠিন সত্যিগুলি কী কী?
জীবনের কঠিন সত্যিগুলি কী কী?
Add Comment
- কারো থেকে টাকা ধার চাইলে সহজে দিতে চাইনা।
- কারো থেকে একটা উপদেশ চাইলে ১০ টা উপদেশ দেয়। এবার ১ নং টা পড়ুন।
- মানুষের চোখের সমস্যা দিন দিন বাড়তেছে ।
- কাউকে আপন ভাবলে সে তার ফায়দা নিতে চাই।
- আমাদের সমাজ ১৮+ নিয়ে কথা বলে না, এটা অতি জরুরি।
- আমাদের যুবসমাজ বেশির ভাগই সেক্সুয়ালি এবং মাদক আসক্ত হয়ে পড়ে অল্প বয়সে।
- কাউকে টাকা ধার দিলে সহজে পাওয়া যায় না।
- ক্লাসে যারা একটু পড়াশোনা বেশি পারে তারা নিজেদের কে নিউটনের ডির্ভা ভাবে।
- ভালোবাসা বেশিদিন স্থায়ী হয় না।
- মানুষের ক্রুধ অনেক দিন স্থায়ী হয়। যা ভালোবাসা বেশিদিন স্থায়ী হতে পারে না।
- সবাই চাই সহজে টাকা আয় করতে কিন্তু পারে না।
- নিজে কষ্টতে ভুগে কিন্তু নিজের পরিবারের জন্য জীবন দিতে ও প্রস্তুত সেটা হলো বাবা।
- বাবার কষ্ট সন্তানের চোখে পড়ে না খুব সহজে।
- আমরা ২৫ হাজার টাকার চাকরির জন্য ২৫ বছর পড়াশোনা করতে পারি।
- নিজেকে প্রতিষ্ঠিত করতে মানুষ ৫০% মতো চেষ্টা করে থাকে।
- যার বিয়ে তার কোন খবর নেই, যার বিয়ে না সে অতিই নাচে।
- ঘুমন্ত বাঘকে কেউ ভয় পাইনা, জীবন্ত মানুষ কে কেউ পাত্তা দেয় না।
- মানুষ মারা গেলে তার জন্য লাখ টাকা খরচ করতে পারি। জীবত অবস্থায় হাজার টাকা খরচ করতে কষ্ট লাগে। মরা হাতি লাখ টাকা।
- দাঁত থাকতে দাঁতে মর্জদা বুঝতে চাই না কেউ।
- করোনা এসে বেশিরভাগ ছাত্র-ছাত্রী অনলাইন আয় করতে চাই। প্রতিদিন অনেক জনের মেসেজ আসে। রাস্তা দেখাই দিলেও সেটা অবলম্বন করতে চেষ্টা করে না। শুধু শটকার্ট আয় করতে রাজি।
- দুনিয়ায়তে শর্টকাট বলতে কিছু নাই। শর্টকাট অবলম্বন করলে কিছু করা যায় না।
- এই পোস্ট অনেক জনে পড়বে আপভোট করবে ২০% মতো লোক। ৮০% লোক পড়ে চলে যাবে।
- আপভোট দিলে টাকা লাগেনা, আপভোট দিলে লেখকরা আগ্রহ পাই বেশি।