RE: জীবনের কঠিন সত্যিগুলি কী কী?

      জীবনের কঠিন সত্যিগুলি কী কী?

      Zontu Train Asked on December 7, 2024 in অনুসরণ.
      Add Comment
      1 Answers
        1. কারো থেকে টাকা ধার চাইলে সহজে দিতে চাইনা।
        2. কারো থেকে একটা উপদেশ চাইলে ১০ টা উপদেশ দেয়। এবার ১ নং টা পড়ুন।
        3. মানুষের চোখের সমস্যা দিন দিন বাড়তেছে ।
        4. কাউকে আপন ভাবলে সে তার ফায়দা নিতে চাই।
        5. আমাদের সমাজ ১৮+ নিয়ে কথা বলে না, এটা অতি জরুরি।
        6. আমাদের যুবসমাজ বেশির ভাগই সেক্সুয়ালি এবং মাদক আসক্ত হয়ে পড়ে অল্প বয়সে।
        7. কাউকে টাকা ধার দিলে সহজে পাওয়া যায় না।
        8. ক্লাসে যারা একটু পড়াশোনা বেশি পারে তারা নিজেদের কে নিউটনের ডির্ভা ভাবে।
        9. ভালোবাসা বেশিদিন স্থায়ী হয় না।
        10. মানুষের ক্রুধ অনেক দিন স্থায়ী হয়। যা ভালোবাসা বেশিদিন স্থায়ী হতে পারে না।
        11. সবাই চাই সহজে টাকা আয় করতে কিন্তু পারে না।
        12. নিজে কষ্টতে ভুগে কিন্তু নিজের পরিবারের জন্য জীবন দিতে ও প্রস্তুত সেটা হলো বাবা।
        13. বাবার কষ্ট সন্তানের চোখে পড়ে না খুব সহজে।
        14. আমরা ২৫ হাজার টাকার চাকরির জন্য ২৫ বছর পড়াশোনা করতে পারি।
        15. নিজেকে প্রতিষ্ঠিত করতে মানুষ ৫০% মতো চেষ্টা করে থাকে।
        16. যার বিয়ে তার কোন খবর নেই, যার বিয়ে না সে অতিই নাচে।
        17. ঘুমন্ত বাঘকে কেউ ভয় পাইনা, জীবন্ত মানুষ কে কেউ পাত্তা দেয় না।
        18. মানুষ মারা গেলে তার জন্য লাখ টাকা খরচ করতে পারি। জীবত অবস্থায় হাজার টাকা খরচ করতে কষ্ট লাগে। মরা হাতি লাখ টাকা।
        19. দাঁত থাকতে দাঁতে মর্জদা বুঝতে চাই না কেউ।
        20. করোনা এসে বেশিরভাগ ছাত্র-ছাত্রী অনলাইন আয় করতে চাই। প্রতিদিন অনেক জনের মেসেজ আসে। রাস্তা দেখাই দিলেও সেটা অবলম্বন করতে চেষ্টা করে না। শুধু শটকার্ট আয় করতে রাজি।
        21. দুনিয়ায়তে শর্টকাট বলতে কিছু নাই। শর্টকাট অবলম্বন করলে কিছু করা যায় না।
        22. এই পোস্ট অনেক জনে পড়বে আপভোট করবে ২০% মতো লোক। ৮০% লোক পড়ে চলে যাবে।
        23. আপভোট দিলে টাকা লাগেনা, আপভোট দিলে লেখকরা আগ্রহ পাই বেশি।
        Professor Answered on December 7, 2024.
        Add Comment

        Your Answer

        By posting your answer, you agree to the privacy policy and terms of service.