RE: জীবনের মানে কী?
জীবনের মানে তাই যা আপনি করতে চান । কারণ একমাত্র তাতেই জীবন আপনার কাছে অর্থপূর্ণ হওয়া সম্ভব ।
জীবনের নৈর্ব্যক্তিক (objective) অর্থ খুঁজতে গেলে (এবং খুঁজে পাওয়া সম্ভব যদি হয় তাহলেও) একেবারে গোড়াতেই গলদ হয়ে যায় কারণ যে অর্থে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, প্রবণতা, চাহিদারই কোন ভূমিকা নেই সেই অর্থ আমার জীবনকে অর্থপূর্ণ করে তুলতে পারে না । এর থেকে এই সিদ্ধান্তে আসা যায় যে অন্য কারও দ্বারা প্রদত্ত অর্থ (যার মধ্যে ঈশ্বরপ্রদত্ত অর্থও পড়ে) আমার জন্য অর্থবহ হওয়ার কোনো কারণ নেই । যদি এমনটা হওয়া সম্ভবও হয় তবে তা তখনই সম্ভব যদি আমি নিজে সেই প্রদত্ত অর্থকে আমার জীবনের অর্থ বলে গ্রহণ করে নিই । সুতরাং, দেখা যাচ্ছে যে আমার জীবনের অর্থে “আমার” ভূমিকাই প্রধান । তেমনই আপনার জীবনের অর্থে আপনিই প্রধান । অন্য আর কেউ বা কিছু নয় ।