RE: জীবনের সেরা উপদেশটি কী দেবেন?
জীবনের সেরা উপদেশটি কী দেবেন?
Add Comment
এক/- প্রতিটা জিনিশের বিপরীতে কথা বলা যায়। যেকোন গর্দভ এটা পারবে। বিপরীতে কথা বলাটাই বুদ্ধি কিংবা আউট অব দ্য বক্স থিংকিং না।
দুই/- তর্কে জিতা আর জিতা দুইটা দুই জিনিশ।
তিন/- জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ জিতা না, বরং কোন গেইমে জিতলেন সেটা। অধিকাংশ মানুষ জিতারে প্রাধান্য দিতে গিয়া নিয়মিত জিততে চায়। এতে তার ইগো পরিতৃপ্ত হয়, এবং সে জিততেছে এমন এক ইল্যুশনে থাকে। এখানে সে অনেক ফালতু জিনিশে জিতার জন্য বড় গেইমে হারে। কারণ বড় গেইমের স্ট্রাটেজি ভিন্ন হয়, প্রকৃতি ভিন্ন হয়, সেখানে ছোট গেইমের নিয়মে খেললে হয় না।
ফাইরিক ভিক্টরি কোন ভিক্টরি নয়।
গেইম সিলেকশন করা গুরুত্বপূর্ণ। জিতলে আপনি কী জিতবেন তা ম্যাটার করে। মানে, পে অফ কী।