RE: জীবনে এগিয়ে যাওয়ার জন্য একটি উপদেশ দিয়ে যান প্লিজ?
জীবনে এগিয়ে যাওয়ার জন্য একটি উপদেশ দিয়ে যান প্লিজ?
Add Comment
আমি কাউকে উপদেশ দেই না। তবে অনুরোধ করি। অনুরোধ মানলে হয়তো তার উপরকার হবে। আমার অনুরোধ গুলো হচ্ছে-
১। প্রচুর পড়াশোনা করতে হবে। গোঁজামিল দিয়ে কোনো রকমে পাশ করে গেলে হবে না।
২। প্রচুর পরিশ্রম করতে হবে। আজাইরা থাকা যাবে না। যে কোনো কাজই হোক করতে হবে।
৩। রাত জাগা যাবে না। কমপক্ষে টানা ৮/১০ ঘন্টা ঘুমাতে হবে।
৪। নিজেকে দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হবে।
৫। মিথ্যা কথা বলা যাবে না। মন্দ লোকদের সাথে মিশা যাবে না।
৬। পরিবারের প্রতি আপনার যা দায়িত্ব আছে, তা সঠিক ভাবে পালন করতে হবে।