RE: জীবনে নিজের নীতিতে চলা কেন উচিত?
জীবনে নিজের নীতিতে চলা কেন উচিত?
কখনো যদি আপনি কোন সমস্যা অথবা কোন অসামান্য পরিস্থিতির মুখোমুখি হয়ে যান এবং আপনাকে বলা হয় নিজের নীতিতে চলো তাহলে নীতি কথার আমরা সংক্ষেপে এইরকম ব্যাখ্যা করতে পারি; পূর্ব নির্দিষ্ট কোনো সিদ্ধান্তের উপরে ভিত্তি করে বর্তমান সময়ে কোন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া।
জীবনকে দেখার অর্থ সকলের কাছে এক রকম নয়। কোন মানুষ জীবনটাকে সর্বদা সমস্যা মনে করে এবং কোন মানুষ ঐ সমস্যার মধ্য থেকেই সমাধান খুঁজে বার করে এবং নতুন পথের দিশা দেখায়।
আমি একটি কাহিনী আপনাদের সাথে ভাগ করে নেব। আপনারা সকলেই ভারতীয় ক্রিকেটের মহাতারকা মহেন্দ্র সিং ধোনির নাম জানেন। উনি এটি খুব সাধারন পরিবার থেকে ক্রিকেটর জগতে এসেছিলেন। আগে সাধারণত এই ধ্যান ধারণা প্রচলিত ছিল, ক্রিকেট ধনী ব্যক্তিদের খেলা। এখানে সাধারণ মানুষের নিজের জীবন গঠন করা প্রায় অসম্ভব। আগে তাই হয়েছে। ওনার পুঁথিগত সেরকম ক্রিকেটীয় দক্ষতা ছিল না অথবা পরিচিত কোন ক্রিকেটীয় জগত থেকেও বাস করত না। ওনার খেলার ভঙ্গিমাও ছিল একটু ব্যতিক্রমী যেটা সাধারণ ক্রিকেটীয় ভঙ্গিমার সাথে মেলে না। জীবনের প্রথম দিকে ওনাকে নানাবিধ সমস্যার মুখোমুখি হতে হয়েছে এজন্য। কিন্তু উনি হাল ছাড়েনি কোনো অবস্থাতেই। ভারতীয় দলে আসার আগে ও ওনার লড়াইও ছিল অসম। কিন্তু উনি নিজের ধ্যান ধারণা কোনমতেই পরিবর্তন করেননি এবং নিজের মতে চলেই আজকে সাফল্যের সর্বোচ্চ শিখরে অবস্থান করছেন।
আশা করি আপনারা এই কাহিনীর মাধ্যমে বুঝতে পারছেন কেন নিজের মতে চলা কে বেশি গুরুত্ব দেয়া হয়।
আমাদের প্রত্যেকের মধ্যেই কোন না কোন গুণ লুকিয়ে আছে, আমরা যতদিন সেটা না অনুধাবন করতে পারি ততদিন আমরা নিজের প্রতি শুধু সন্দেহ করে যাই। যেই দিন আমাদের নিজের প্রতি আত্মবিশ্বাস শক্তভাবে গড়ে ওঠে, সেদিন আমরা আর নিজেকে সন্দেহ করি না এবং নিজের পথে চলে সাফল্য অর্জন করতে পারি।