RE: জীবনে সৎ হয়ে গরিব থাকাটা কি আনন্দের?
জীবনে সৎ হয়ে গরিব থাকাটা কি আনন্দের?
Add Comment
না, এটা পুরোপুরিই “wishful thinking”এর মতো শুনতে । “সৎ হলে গরিব থাকতে হবে” এমন কোনো নিয়মের বন্ধন আমাদের জীবনে নেই । তাই “আমি গরিব কারণ আমি সৎ আর সেটাই আনন্দের” এমন ভাবনা হল মূলত নিজেকে মিথ্যা সান্ত্বনা দেওয়া । সৎ মানুষ গরিব হয় এই ধারণাটা যেমন ভুল, তেমনই সততাজনিত দারিদ্র্য আনন্দের হয় এটাও ভুল । কোনো প্রকারের দারিদ্র্যই আনন্দের কারণ নয়; বড়জোর বলা যায় কিছু ব্যতিক্রমী মানুষের ক্ষেত্রে তা নিরানন্দের কারণ হয় না, যেমনটা কবিগুরু কল্পনা করেছিলেন—
মৃত্যু কহে, পুত্র নিব; চোর কহে ধন।
ভাগ্য কহে, সব নিব যা তোর আপন।
নিন্দুক কহিল, লব তব যশোভার।
কবি কহে, কে লইবে আনন্দ আমার?