RE: জীবন এর মানে কি? আমার কাছে মনে হয় বেঁচে থাকা

      জীবন এর মানে কি? আমার কাছে মনে হয় বেঁচে থাকা

      zidane Doctor Asked on January 19, 2025 in অনুসরণ.
      Add Comment
      1 Answers

        “বেঁচে থাকাতেই জীবনের অর্থ” এক অসাধারণ জীবনবোধ ! অধিকাংশ মানুষ যেখানে “কেন বেঁচে থাকব?”র উত্তর খুঁজেছে, আপনি সেখানে ইতিমধ্যেই আপনার উত্তর পেয়ে গিয়েছেন । না, বেঁচে থাকব কারণ বেঁচে থাকাটাই মূল্যবান তাই ! নইলে তো জন্মের আগেও আমি নেই, আর মৃত্যুর পরেও আমি নেই ।

        তবে আমার কাছে “জীবনের মানে কী?” এই প্রশ্নের উত্তর নিয়ে চিন্তা করাটাই বৌদ্ধিক আনন্দের এক অফুরন্ত উৎস । এই আনন্দই আমাকে মহাবিশ্বের সম্পর্কে জানতে ও ভাবতে আগ্রহী করে তুলছে, মানুষের অস্তিত্বের মূল্যায়নে নিমগ্ন করছে, দর্শন নিয়ে পড়তে ও আলোচনা করতে উদ্বুদ্ধ করছে, আর সর্বোপরি হয়তো জীবনের অনন্ত গ্লানির মাঝে বেঁচে থাকাটাকে সহনীয় করে তুলতে সহায়ক হচ্ছে ।

        আমি যদি এই প্রশ্নের উত্তর সারা জীবনেও না পাই, আমার হয়তো দুঃখ হবে না । শেক্সপীয়ারের ভাষায় জীবন যদি কেবল

        but a walking shadow, a poor player,

        That struts and frets his hour upon the stage,

        And then is heard no more. It is a tale

        Told by an idiot, full of sound and fury,

        Signifying nothing.

        এমনটাও হয়, আমার দুঃখ নেই । কারণ কবিগুরুর ভাষায় “জগতের আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ” আমি পেয়ে গিয়েছি; এই মানবজীবন ধন্য হওয়ার জন্য হয়তো এটুকুই যথেষ্ট ।

        Professor Answered on January 19, 2025.
        Add Comment

        Your Answer

        By posting your answer, you agree to the privacy policy and terms of service.