RE: জীবন খারাপ চলছে। কী করবো?
রাত আসে, সকালে উঠার তাড়ায় পাখিরা ঘুমায়,
জীবন দুঃখ আসে, মন মৃত্যুর খুজে বেড়ায়।
কত অদ্ভুত পৃথিবী! কত অদ্ভুত মানুষের মন,
এই ঠিক, আবার বেঠিক, যখন তখন হয় পরিবর্তন।
এই যে বিকেলে, সুরমা নদীর ধারে বসে,
গোধুলীতে আকাশের দিকে একপলকে তাকিয়ে,
প্রশ্ন করি সে প্রশ্ন করে নিজেকে, আমি কে?
উত্তর খুজতে গিয়ে মনে হয় এই প্রশ্নটা পৃথিবীর কঠিন প্রশ্ন।
আসলে আমি কে? কেনই বা এই পৃথিবীতে কিংবা এইখানে,
আমি কেন তাকিয়ে তাকি আকাশের দিকে,
আচ্ছা আকাশ আমাদের কি বলতে চায়,
হয়তো বলতে চায়, মানুষের মনের রং বিশাল হয়।
আকাশে পাখি উড়ে মনের সুখে, আমি পারি না,
কারণ আমি মানুষ, আমি উড়তে জানি না,
কিন্তু মনের মধ্যে কষ্ট লুকিয়ে রাখতে জানি,
সদ্য প্রেম বিচ্ছেদের কষ্ট লুকিয়ে রাখতে জানি,
যেই যন্ত্রণা ঘুমাতে দেয় না, সেটা লুকিয়ে রাখতে জানি,
কারণ আমরা মানুষ, আমাদের জীবন চলমান।
এই সবুজ গাছ অনেক কিছু শেখায়,
মানুষ অনেক কিছু নেবে তারপরও উচু হয়ে দাঁড়াবে,
যতই কষ্ট পাও তবুও মানুষের সামনে নাহি কাঁদবে,
হে মন, আর নয়, এবার মনের সুখে স্বপ্নের আকাশে উড়বে।