RE: জীবন বদলে যাবে এমন কি ধারণাদিন?
জীবন বদলে যাবে এমন কি ধারণাদিন?
Add Comment
জীবন তখনই বদলে যাবে,যখন সত্যকে সত্য মনে করবে। মনে প্রশ্ন জাগতে পারে যে,আমি তো সত্যকে মানি তারপরও কেন আমার জীবন পাল্টে যাচ্ছে না! তুমি জানো সবাইকে একদিন মরতে হবে এবং মৃত্যুর পর ভালো মানুষদের জন্য রয়েছে অফুরন্ত সুখ আর খারাপ মানুষের জন্য রয়েছে অফুরন্ত কষ্ট। এখন চিন্তা করো তুমি কোন দলে ভালো নাকি খারাপ? যদি খারাপ হয়ে থাকে তাহলে দুনিয়াতে ভালো কিছু করার জন্য সময়কে কাজে লাগাতে হবে, পৃথিবীতে ভালো কিছু করতে হবে।এই সত্য গুলো যখন জীবনে ধারণ করবে তখন জীবন পাল্টে যেতে বাধ্য হবে!