আমার মতে, হয়তো দেশের টাকাতে আমরা পদ্মা সেতু নির্মান করতে পারবো । কিন্তু ভাই, আমাদের দেশের দায়িত্বপালনকারীদের আমি বিশ্বাস করিনা । তাঁরা মেরে দিলেও দিতে পারে । এবং এটাই করবে বলে আমার বিশ্বাস ।
RE: দেশের টাকায় পদ্মা সেতু তৈরী সম্ভব ?
দেশের টাকায় পদ্মা সেতু তৈরী সম্ভব ?
নাকি টাকা মারার ফন্দি ?
আপনার মতামত জানতে মন চায়…
Add Comment
আমি খুবই সাধারন একজন নাগরিক !! রাজনীতিতে আমার ভূমিকা শুধুমাত্রই একজন “আম-জনতা” !! তাও মাঝে মাঝে মনে হয় যে একটু আধটু যদি কারও সাথে একটু দেশটাকে নিয়ে আলাপ করতে পারতাম !! দেশ স্বাধীন করার পেছনেতো কোন অবদান রাখতে পারিনাই, তাই যদি আলোচোনা করে একটু নিজেকে শান্তি দেয়া যেত ! আমি আপনার প্রশ্নের খুবই সংক্ষিপ্ত উত্তর দিতে চাই !!