RE: ধূমপান করলে নাকি চেহারায় বয়সের ছাপ পড়ে?
ধূমপান করলে নাকি চেহারায় বয়সের ছাপ পড়ে? সত্যি?
বহু গবেষণায় প্রমাণিত হয়েছে যে ধূমপান আমাদের ত্বকের বয়সকে বাড়িয়ে দেয়। ১৯৭০ এর অ্যানাল অব ইন্টারনাল মেডিসিন এর একটি প্রকাশনায় বলা হয় যে ধূমপানের ফলে ত্বকে অকালেই বিভিন্ন ধরনের বলিরেখা তৈরি হয় যা বয়স বেশি দেখানোর জন্য দায়ী আর তা থেকে খুব সহজেই একজন ধূমপায়ী এবং অধূমপায়ী ব্যক্তিকে পৃথক করা যায়।
যারা ধূমপান করেন তাদের বয়স যারা ধূমপান করেন না তাদের তুলনায় কমপক্ষে ১০-২০ বছর পর্যন্ত বেশি দেখায়। ধূমপায়ী এবং অধূমপায়ী ব্যক্তিদের উপরে করা এমন একটি গবেষণা ১৯৯৫ সালে আমেরিকান জার্নাল অব পাবলিক হেলথ এ প্রকাশিত হয়। সেখানে দেখানো হয় যে যারা দিনে ২ বারের বেশি ধূমপান করে থাকেন তাদের মুখে এই বয়স বেশি দেখানো বলিরেখার ছাপ পড়ে থাকে। এমনকি নারীদের ক্ষেত্রে এই বলিরেখার ছাপটি অনেক বেশি পড়ে। ফলে খুব অল্প বয়সেই বয়স দেখায় অনেক বেশি।