RE: নারীদের বিয়ের পরে স্বামীর নামের সাথে মিল রেখে নাম পুনরায় সংযোজনের কারণ কী? এর কি কোনো যৌক্তিক ব্যাখ্যা রয়েছে?
নারীদের বিয়ের পরে স্বামীর নামের সাথে মিল রেখে নাম পুনরায় সংযোজনের কারণ কী? এর কি কোনো যৌক্তিক ব্যাখ্যা রয়েছে?
Add Comment
ইসলাম ধর্মে নিজ নামের সাথে পিতার নাম ও বিয়ের পর স্ত্রীর নামের সাথে স্বামীর নাম যুক্ত করার বিধান আছে। আর পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম (আঃ) ইসলাম ধর্মের লোক ছিলেন। সেই সময়েও এটি ইসলামের বিধান ছিল। তাই এই ব্যাপারটা তখনও ছিল, যদিও এর কোন ঐতিহাসিক ভিত্তি নেই, কিন্তু ধর্মীয় ভিত্তি আছে। আর ইতিহাসও ধর্মীয় ভিত্তি থেকে অনেক তথ্য গ্রহণ করেছে। আবার পরকালে সব মানুষের নামের সাথে মাতার নাম যুক্ত থাকবে। মাতৃ পরিচয়েই সব মানুষ পরিচিত হবে। তাই বলা যায় এটা মহান স্রষ্টার বিধান। সারা দুনিয়াতেই এর প্রচলন আছে। পূর্বে খুব বেশী ছিল এখন অনেকটা কমে গেছে।