RE: নারী নির্যাতন মামলা আছে কিন্তু পুরুষ নির্যাতন মামলা নেই কেন?
নারী নির্যাতন মামলা আছে কিন্তু পুরুষ নির্যাতন মামলা নেই কেন?
Add Comment
নারী বা পুরুষ যে কেউই নির্যাতিত হলে আইন অনুযায়ী বিচার হওয়া উচিৎ। আমাদের দেশ নারী নির্যাতন বেশী হওয়ার কারণে নারী নির্যাতন বন্ধ করার জন্য বিভিন্ন সময় আইন প্রণয়ন করা হয় বা হচ্ছে।
তাই বলে এই না যে সমাজের পুরুষরা নির্যাতিত হচ্ছেন না। আমাদের সমাজের যে শ্রেণীর পুরুষরা নির্যাতিত হচ্ছেন তাদের পুরুষত্বের ব্যপারে প্রশ্ন উঠতে পারে ভেবে তা প্রকাশ করছেন না। যেমন নির্যাতিত পুরুষটি যখন তার অবস্থার কথা কাউকে বলতে যাবেন হয়তো সে সব কিছু শুনে বলেই বসবেন তুমি কেমন পুরুষ মানুষ যে তোমার স্ত্রীকে কন্ট্রোল করতে পারনা? এই সব নানান কারণে হয়তো পুরুষেরা নীরবে নির্যাতন সহ্য করে যাচ্ছেন। নির্যাতিত পুরুষটি নির্যাতনের মামলা করতে আদালতে যান না বলেই পুরুষ নির্যাতন মামলা নেই ।